For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভমান গিলের দ্বিশতরানে নিউজিল্যান্ড এ-র বিরুদ্ধে টেস্ট ড্র ভারত এ-র

শুভমান গিলের দ্বিশতরানের সৌজন্যে নিউজিল্যান্ড এ-র বিরুদ্ধে টেস্ট ড্র ভারত এ-র

  • |
Google Oneindia Bengali News

শুভমান গিলের দুর্দান্ত অর্ধশতরানের সৌজন্যে নিউজিল্যান্ড এ-র বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্ট ড্র করল ভারত এ। শতরান করেন প্রিয়ঙ্ক পাঞ্চাল এবং হনুমা বিহারীও। নিশ্চিত হারের হাত থেকে রক্ষা পান মায়াঙ্ক আগরওয়ালরা।

শুভমান গিলের দ্বিশতরানের সৌজন্যে নিউজিল্যান্ড এ-র বিরুদ্ধে টেস্ট ড্র ভারত এ-র

টসে জিতে ভারতীয় এ দলকে আগে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে তীব্র ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েন হনুমা বিহারীরা। মাত্র ২১৬ রানে শেষ হয়ে যায় ভারতীয় এ দলের ইনিংস। ভারতীয় শিবিরে সর্বোচ্চ ৮৩ রান করেন শুভমান গিল। ৫১ রান করেন অধিনায়ক হনুমা বিহারী। নিউজিল্যান্ড এ দলের হয়ে ৪ উইকেট নেন এমডি রায়ে। ৩ উইকেট নেন সিই ম্যাককনছি।

জবাব ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৫৬২ রান করে ডিক্লেয়ার দেয় নিউজিল্যান্ড এ। কিউয়ি শিবিরের হয়ে ১১৪ রান করেন এমএস চাপম্যান। ১৯৬ রান করেন ডি ক্লিভের। ভারতের হয়ে ২টি করে উইকেট নেন ইশান পোড়েল, সন্দীপ ওয়ারিয়র।

ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা ভারতীয় এ দল খুব দ্রুত ওপেনার মায়াঙ্ক আগরওয়াল (০) ও অভিমণ্যু ইশ্বরণকে (২৬) হারিয়ে ফেলে। তৃতীয় উইকেটে প্রিয়ঙ্ক পাঞ্চাল ও শুভমান গিলের মধ্যে ম্যারাথন পার্টনারশিপ হয়। ১৬৪ বলে ১১৫ করে আউট হন পাঞ্চাল। ২৭৯ বলে ২০৪ রান করে অপরাজিত থাকে শুভমান গিল। তাঁকে যোগ্য সঙ্গত দেন ভারতীয় এ দলের অধিনায়ক হনুমা বিহারী (১০০)।

English summary
India A salvage draw against New Zealand A in unofficial test
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X