For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই ভারতের ব্যাকফুটে যাওয়ার ৪ কারণ, ২০১৪ কোন স্মৃতি উসকে দিলেন বিরাট!

মরণ বাঁচন টেস্টে ভারতের ব্যাকফুটে যাওয়ার কারণ, ২০১৪ কোন স্মৃতি উসকে দিলেন বিরাট!

  • |
Google Oneindia Bengali News

ক্রাইস্টচার্চ টেস্টে প্রথম দিনের খেলার শেষে চালকের আসনে নিউজিল্যান্ড। এদিন টস জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়ে কোহলিদের ২৪২ রানে অলআউট করে কিউয়ি দল। পৃথ্বী শ ৫৪ রান হাঁকিয়ে জমাটি শুরু করলেও তাঁর ইনিংসে ভর করে দল বড় রানের ইমারত তৈরিতে ব্যর্থ হয়। চেতেশ্বর পূজারা ৫৪ ও হনুমা বিহারী ৫৫ রান হাঁকান।

চালকের আসনে নিউজিল্যান্ড

জবাবে রান তাড়া করতে নেমে কোনও উইকেট না হারিয়ে নিউজিল্যান্ড দল ৬৩ রান তুলেছে। প্রথম দিনের খেলা শেষে ভারতের প্রথম ইনিংসের থেকে কিউয়িরা এখন ১৭৯ রান পিছিয়ে। ওয়েলিংটনে প্রথম টেস্টে ব্যাটিং ভরাডুবিতে ১০ উইকেটে ম্যাচ হেরে সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে ভারত। মরণ বাঁচন দ্বিতীয় ম্যাচে জয় ছিনিয়ে নিতে না পারলে সিরিজ হারবে কোহলি অ্যান্ড কোম্পানি।

কেন ব্যাকফুটে ভারত, কারণ ১

বিরাটের দল নির্বাচন নিয়ে প্রশ্ন উঠছে। প্রথমত পন্থ প্রথম ম্যাচে ১৯ ও ২৫ রান করেছিলেন। সেক্ষেত্রে প্রথম ম্যাচে হেরে বসার পর কেন অভিজ্ঞ ঋদ্ধিমান সাহাকে খেলানো হল না,অধিনায়ক বিরাটের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে।

কারণ ২

বিরাটের ব্যাটিং ব্যর্থতা! নিউজিল্যান্ড সফরটা দ্রুত ভুলতে চাইবেন বিরাট। ২০১৪ সালে এভাবেই ইংল্যান্ডের মাটিতে ব্যাটমস্যান বিরাট চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েন। পরে অবশ্য ঘুরে দাঁড়িয়েছেন। ব্যাটে যেদিন রান পাবেন না, কীভাবে ঘুরে দাঁড়াবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের খোঁচাতে অতীতে বারবার ২০১৪ সালে ইংল্য়ান্ড সফরকে ঢাল করে বিরাট বলেছেন, 'আগেও আমার ব্য়াটে খরা গিয়েছে, ঠিক ঘুরে দাঁড়িয়েছি, আবারও দাঁড়াব।'

ছয় বছর পর দুঃস্বপ্নের নিউজিল্যান্ড সফরের সামনে বিরাট। যেখানে শেষ পাঁচ ইনিংস বলছে, বিরাট মাত্র ৪৮ রান করেছেন। বিরাটের ব্যাটে শেষ পাঁচ আন্তর্জাতিক ইনিংসে রান যথাক্রমে ৩,১৯,২,৯,১৫!

কারণ ৩,জেমিসন কাঁটা

টি-২০ সিরিজে হারের পর ওডিআই সিরিজ থেকে নতুন পেসার জেমিসনকে দলে আনে নিউজিল্যান্ড। যার পর থেকে ওডিআই ও টেস্ট দুই সিরিজে ভারতীয় ব্যাটসম্যানরা জেমিসনকে উইকেট দিয়ে আসছেন। এদিন দ্বিতীয় টেস্টের প্রথম দিন পাঁচ উইকেট শিকার করেন জেমিসন। বোল্ট ও সাউদি ২টি ও ওয়াগনার ১টি উইকেট পেয়েছেন। উল্লেখ্য ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসেও জেমিসন ভারতের বিরুদ্ধে ৪টি উইকেট নিয়েছিলেন। টেস্ট সিরিজে ৩ ইনিংসে কিউয়ি পেসারের সংগ্রহ ৯ উইকেট।

English summary
India vs New Zealand 2nd test:New Zealand 63/0 at stumps, trail by 179 runs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X