For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অভিষেকেই শতরান! আন্তর্জাতিক ক্রিকেটে ছাপ ফেলা শুরু পৃথ্বীর

জীবনের প্রথম টেস্ট ইনিংসেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্ত শতরান করলেন পৃথ্বী শ। 

Google Oneindia Bengali News

দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন। অভিষেক টেস্টেই রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিরদ্ধে ঝড় তুললেন মুম্বইয়ের আরও এক বিস্ময় প্রতিভা পৃথ্বী শ। ইংল্যান্ড সফরে শেষ দুই টেস্টে স্কোয়াডে থেকেও খেলার সুযোগ আসেনি। শুধু শতরান করাই নয়, রানটা করলেন তিনি দাপটে। ১৫ টি ৪ মেরে মাত্র ১০৩ বলেই তিনি পৌঁছে যান ১০২ রানে। ভারতের রান এখন ৩২ ওভারে ১৭৫। তাঁর সঙ্গে অপরাজিত আছেন পুজারা।

অভিষেকেই শতরান! আন্তর্জাতিক ক্রিকেটে ছাপ ফেলা শুরু পৃথ্বীর

এদিন শুরুতেই লোকেশ রাহুলের উইকেট পড়ে গেলেও বিন্দু মাত্র না ঘাবড়ে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের রীতিমতো শাসন করেন পৃথ্বী। টেস্টের দ্বিতীয় বলেই তিনি পয়েন্টের দিকে বল ঠেলে তিন রান নিয়ে ইনিংস শুরু করেন। কীমো পল, ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষেককারী শেরমন লুইস বা দেবেন্দ্র বিশু কাউকেই তিনি রেয়াত করেননি। সবচেয়ে বেশি নির্মম ছিলেন শেরমন লুইসের উপর।

মাত্র ৫৬ বলেই অর্ধশতরান পূরণ করেন এই তরুণ প্রতিভা। মধ্যাহ্নভোজের বিরতির আগেই তিনি ৭৪ বলে ৭৫ রান তুলে ফেলেছিলেন। মধ্যাহ্নভোজ থেকে ফিরে এসে তিনি রান তোলার গতি আরও বাড়িয়ে দেন। প্রথম ওভারেই তিনি ৯ রান নেন। লাঞ্চের পরের ৩ ওভারের মধ্যেই তিনি ৯০-এর ঘরে পৌঁছে গিয়েছিলেন।

আর ৩৩তম ওভারেই কীমো পলের বলে তিনি জীবনের প্রথম টেস্টেই প্রথম শতরানটা পেয়ে যান। পলের একটি ফুল লেন্থের বল কভার এলাকা দিয়ে ড্রাইভ করে শতরানে পৌঁছে যান তিনি।

শুরু হওয়ার আগে থেকেই ফোকাসটা ছিল ১৮ বছরের পৃথ্বী শ-এর উপর। বস্তুত দীর্ঘদিন ধরেই তাঁকে ভবিষ্যতের তারকা হিসেবে চিহ্নিত করা হয়। ফলে ভারতের হয়ে নামার আগে থেকেই তাঁর উপর প্রত্যাশা পূরণের চাপ ছিল। সেই চাপ সামলে ভারতের দ্বিতীয় সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে অভিষেক টেস্টে শতরান করলেন তিনি। প্রথমজন সচিন রমেশ তেন্দুলকার।

English summary
Debutant Prithvi Shaw has made a fantastic 100 in his debut test inning against West Indies. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X