For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০: নিলামের আগে এই ক্রিকেটারদের ছেড়ে দিতে পারে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি

ডিসেম্বরে মেগা নিলাম। ১৯ ডিসেম্বর আইপিএল নিলাম। হাতুড়ির আঘাতে সেদিন ক্রিকেটারদের ভাগ্য পাল্টানোর খেলা। নিলামের একমাস আগে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিগুলি এবার রিটেন ক্রিকেটারদের নাম ঘোষণা করতে চলেছে।

  • |
Google Oneindia Bengali News

ডিসেম্বরে মেগা নিলাম। ১৯ ডিসেম্বর আইপিএল নিলাম। হাতুড়ির আঘাতে সেদিন ক্রিকেটারদের ভাগ্য পাল্টানোর খেলা। নিলামের একমাস আগে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিগুলি এবার রিটেন ক্রিকেটারদের নাম ঘোষণা করতে চলেছে। ১৫ নভেম্বরের মধ্যে দলগুলি এই রিটেন ক্রিকেটারদের তালিকা প্রকাশ করতে চলেছে।

একনজরে এবার দেখা যাক, কোন ফ্র্যাঞ্চাইজি কোন ক্রিকেটারদের ছেড়ে দিতে পারে

কিংস ইলেভেন পঞ্জাব

কিংস ইলেভেন পঞ্জাব

নিলাম থেকে গত বছর ৮.৪ কোটি টাকায় স্পিনার বরুণ চক্রবর্তীকে কিনেছিল পঞ্জাব। টুর্নামেন্টে মাত্র ১ ম্যাচ খেলেছিলেন। ইডেনে কেকেআরের বিরুদ্ধে ১ ম্যাচ ১ উইকেট তুলে নিয়ে ৩৫ রান খরচ করেন। পরে আঙুলে চোটের কারণে আর খেলেননি। এবার তাঁকে ছেড়ে দিতে পারে পঞ্জাব।

মুম্বই ইন্ডিয়ান্স

মুম্বই ইন্ডিয়ান্স

গত বছর ৩.৪ কোটি টাকায় কিনে বাঁ-হাতি পেসার বারিন্দ্রর স্রান লাভজনক হননি। ২ ম্যাচে ১২.৭৫ ইকোনমি রেটে রান খরচ করেন। বারিন্দ্ররের পাশাপাশি এভিন লুইস, আনমলপ্রীত সিং ও মিচেল ম্যাক্লেনাঘানকে ছেড়ে দিতে পারে মুম্বই ইন্ডিয়ান্স

দিল্লি ক্যাপিটালস

দিল্লি ক্যাপিটালস

শেষ মরসুমে ৬.৪ কোটিতে কিনলেও ব্যাটে চমক দিতে ব্যর্থ হন কলিন ইনগ্রাম। ১২ ম্যাচে কলিনের গড় রান ১৮.৪। তাঁকে ছেড়ে দিতে পারে দিল্লি।

কলকাতা নাইট রাইডার্স

কলকাতা নাইট রাইডার্স

একাধিক ক্রিকেটারকে ছে়ড়ে দিতে পারে কেকেআর। যার মধ্যে প্রথম নাম কার্লোস ব্রেথওয়েটের। সেই সঙ্গে রবিন উথাপ্পা, পীযূষ চাওলা, রিঙ্কু সিং, জো ডেনলিকে ছাড়তে পারে নাইট থিঙ্কট্যাঙ্ক

রাজস্থান রয়্যালস

রাজস্থান রয়্যালস

রাজস্থান জার্সিতে গত মরসুমটা ভালো যায়নি জয়দেব উনাদকটের। সেকারণে তাঁকে ছেড়ে দিতে পারে রাজস্থান রয়্যালস। এছাড়া স্টুয়ার্ট বিনি, ধবল কুলকার্ণি এবং লিয়াম লিভিংস্টোনকেও ছেড়ে দিতে পারে রাজস্থান

চেন্নাই সুপার কিংস

চেন্নাই সুপার কিংস

চেন্নাই দলে ধোনি খুব একটা পরিবর্তনের পক্ষে নয়। এরপরও পরিবর্তন হলে কেদার যাদবের উপর কোপ পড়তে পারে।

সানরাইজার্স হায়দরাবাদ

সানরাইজার্স হায়দরাবাদ

শেষবার সানরাইজার্সে হয়ে সেরা সময়ে ছিলেন না মার্টিন গাপ্টিল। এবছর তাঁকে রিলিজ করে দিতে পারে নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজি। এর পাশাপাশি সন্দীপ শর্মা, সিদ্ধার্থ কউল, বাসিল থাম্পিকেও ছেঁটে ফেলতে পারে দল।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

গত মরসুমে ৮ নম্বর শেষ করেছিল ব্যাঙ্গালোর। সেকারণেই এবার দলে একাধিক পরিবর্তন করতে চাইবে তারা। সেকারণে মহম্মদ সিরাজ থেকে শুরু করে একাধিক ক্রিকেটারকে ছেঁটে ফেলা হতে পারে আরসিবি।

English summary
IPL 2020: Cricketers who could release before ipl bidding
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X