For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০: কেমন হতে পারে সানরাইজার্স হায়দরাবাদের শক্তিশালী একাদশ

আইপিএল টুর্নামেন্টে একবার ট্রফি জয়ের (২০১৬) পাশাপাশি ৫ বার প্লে-অফসে উঠেছে সানরাইজার্স হায়দরাবাদ। লিগের ইতিহাসে অন্যতম সফল এই ফ্র্যাঞ্চাইজি।

  • |
Google Oneindia Bengali News

আইপিএল টুর্নামেন্টে একবার ট্রফি জয়ের (২০১৬) পাশাপাশি ৫ বার প্লে-অফসে উঠেছে সানরাইজার্স হায়দরাবাদ। লিগের ইতিহাসে অন্যতম সফল এই ফ্র্যাঞ্চাইজি। এবার নিলাম তরুণ ক্রিকেটার কেনার ক্ষেত্রে টাকা খরচ করেছে সানরাইজার্স। সেই সঙ্গে অজি অভিজ্ঞ অলরাউন্ডার মিচেল মার্সকে নিয়েছে সানরাইজার্স।

ওপেনিংয়ে ওয়ার্নার

ওপেনিংয়ে ওয়ার্নার

ওপেনিংয়ে ওয়ার্নারের কোনও বিকল্প নেই। তিন ফর্ম্যাটে এখন ধুঁয়াধার ফর্মে রয়েছে। আইপিএলেও সেই ফর্ম ধরে রাখতে চাইবেন ওয়ার্নার।

দ্বিতীয় ওপেনার

দ্বিতীয় ওপেনার

ওয়ার্নারের সঙ্গে ওপেনিংয়ে সঙ্গী হবেন জনি বেয়ারস্টো। গত ক্রিকেট মরসুমে ডান-বাম এই জুটি দলকে ভরসা দিয়েছে। এবারও এই জুটিইতেই ফ্র্যাঞ্চাইজি আস্থা রাখবে।

তিনে ক্যাপ্টেন কেন

তিনে ক্যাপ্টেন কেন

তিন নম্বরে খেলবেন অধিনায়ক কেন উইলিয়ামসন।

চারে মনীশ

চারে মনীশ

সৈয়দ মুস্তাকে দারুণ ফর্মে ছিলেন। কর্ণাটককে চ্যাম্পিয়ন করেন অধিনায়ক মনীশ।এবার আইপিএলও ব্যাটিং ছন্দ ধরে রাখতে চাইবেন পান্ডে।

মিচেল মার্স

অস্ট্রেলিয়ার বিধ্বংসী অলরাউন্ডারকে এবার ২ কোটি টাকায় দলে নিয়েছে সানরাইজার্স। তাঁকে ফিনিশারের রোলে খেলাতে চাইবে দল।

বিজয় শংকর

বিজয় শংকর

জোড়া অলরাউন্ডার খেলালে মার্সকে সঙ্গ দেবেন বিজয় শংকর। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও হাত ভালো শংকরের।

ভুবনেশ্বর কুমার

ভুবনেশ্বর কুমার

বোলিংয়ে দলকে ভরসা দেবেন ভুবনেশ্বর কুমার। অতীতে দলের বহু ম্যাচ জয়ের কান্ডারী এই ক্রিকেটার।

বাকি বোলার কারা

বাকি বোলার কারা

স্পিনে শাহবাজ নাদিম, খলিল আহমেদ, সিদ্ধার্থ কল ও সন্দীপ শর্মা খেলতে পারেন। সেক্ষেত্রে দলে একাধিক বৈচিত্র্য থাকবে। বোলিংয়ে চার ফুল টাইম ও দুই অলরাউন্ডার থাকবে।

আইপিএল ২০২০: কেকেআরের সম্ভাব্য শক্তিশালী একাদশ কী হতে পারেআইপিএল ২০২০: কেকেআরের সম্ভাব্য শক্তিশালী একাদশ কী হতে পারে

English summary
IpL 2020: strongest 11 for sunrisers hyderabad after IpL 2020 auction
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X