For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফুটবলের মতো এবার আইপিএলেও ঋণে খেলবেন ক্রিকেটাররা!

ফুটবলের মতো এবার আইপিএলেও ঋণে খেলবেন ক্রিকেটাররা!

  • |
Google Oneindia Bengali News

বিশ্ব ফুটবলে যে প্রথা চালু হয়েছে অনেক আগে, সেই নিয়ম এবার অন্তর্ভূক্ত হতে চলেছে আইপিএলে। সূত্রের খবর, ইন্ডিয়ান সুপার লিগে অংশ নেওয়া ফ্রাঞ্চাইজিগুলি, টুর্নামেন্ট খেলা অন্য দল থেকে লোন বা ঋণে ক্রিকেটার নিতে পারবে বা দিতে পারবে। টুর্নামেন্টের তেরোতম সংস্করণে প্রথমবার এই নিয়ম চালু করতে চলেছে আইপিএল কমিটি।

ফুটবলের মতো এবার আইপিএলেও ঋণে খেলবেন ক্রিকেটাররা!

আজ কলকাতায় বসছে ২০২০ আইপিএলের নিলামের আসর। আগামী বছরের মার্চের মধ্যভাগ থেকে শুরু হবে টুর্নামেন্ট। আইপিএল চলাকালীনই অনেকটা ফুটবলের কায়দায় ফ্রাঞ্চাইজিগুলি লোনে প্রতিপক্ষ দলের সঙ্গে ক্রিকেটার লেনদেন করতে পারবেন বলে সূত্র মারফত জানানো হয়েছে। চলতি মরশুমে জাতীয় দলের (দেশ ও বিদেশ) হয়ে হয়ে অন্তত দুটি করে আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটাররা এই পদ্ধতির আওতায় পড়বেন বলেও আইপিএল কমিটির একটি সূত্রের তরফে জানানো হয়েছে।

অন্যদিকে দল, দলে খেলা ক্রিকেটার, অধিনায়ক ও ম্যানেজমেন্ট চাইলে আন্তর্জাতিক ম্যাচ না খেলা ক্রিকেটারদেরও লোনে নেওয়া কিংবা অন্য দল থেকে নিতে পারবেন ফ্রাঞ্চাইজিগুলি। তবে তাতে শর্ত আরোপ করা হবে বলে জানানো হয়েছে। এই নিয়ম কার্যকর হলে আইপিএলের মধ্যেবর্তী সময়ের ১২ দিন এই ট্রান্সফার উইন্ডো খোলা থাকবে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

সম্ভবত ৩০ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত চলবে ক্রিকেটার লেনদেনের এই পদ্ধতি। সূত্রের খবর, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তথা চার বারের আইপিএল জয়ী মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা ও হেড কোচ মাহেলা জয়াবর্ধনে, এই পদ্ধতিকে নাকি ইতিমধ্যেই স্বাগত জানিয়েছেন বলে একটা সূত্রের তরফে দাবি করা হয়েছে। যদিও তা কতটা সফল হবে কিংবা ফ্রাঞ্চাইজিগুলি সেই নিয়ম আদৌ মেনে নেবে কিনা, তা নিয়ে সন্দেহে দেশের ক্রিকেট মহলের একটা অংশ।

English summary
IPL will allow inter-team loans of capped players for the first time
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X