For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পলি উমরিগড়ে সম্মানিত হতে চলেছেন জসপ্রীত বুমরা ও পুনম যাদব

পলি উমরিগড়ে সম্মানিত হতে চলেছেন জসপ্রীত বুমরা ও পুনম যাদব

  • |
Google Oneindia Bengali News

আজ সন্ধ্যায় বিসিসিআই-র বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে মুম্বই-তে। তার আগে পুরস্কার প্রাপকদের তালিকা প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। লেজেন্ড পলি উমরিগড়ের নামে নামাঙ্কিত দেশের সেরা ক্রিকেট পুরস্কার পেতে চলেছেন টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার জসপ্রীত বুমরা। ভারতের মহিলা ক্রিকেট দলের অন্যতম সদস্য পুনম যাদবও ওই একই পুরস্কার পেতে চলেছেন।

পলি উমরিগড় পুরস্কার

পলি উমরিগড় পুরস্কার

এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা সীমিত ওভারের বোলার জসপ্রীত বুমরার, ভারতের হয়ে টেস্ট অভিষেক হয় ২০১৮ সালে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদেরই মাটিতে দুর্দান্ত পারফরম্যান্স করে লাল বলের ক্রিকেটে নিজেকে সেরা প্রমাণ করেন বুমরা। দেশের হয়ে মাত্র ১২টি টেস্টে ৬২টি উইকেট নেওয়া এই মিস্ট্রি ফাস্ট বোলারের হাতেই পলি উমরিগড় পুরস্কার তুলে দিতে চলেছে বিসিসিআই। গত এক বছরে মহিলা ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স করা ভারতের পুনম যাদবকে একই পুরস্কারে সম্মানিত করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

কর্নেল সিকে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট

কর্নেল সিকে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট

১৯৮৩-র বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য তথা প্রাক্তন অধিনায়ক ও ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্তকে কর্নেল সিকে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে সম্মানিত করতে চলেছে বিসিসিআই। ভারতীয় বোর্ডের লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পাচ্ছেন দেশের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক অঞ্জুম চোপড়া। দেশের প্রাক্তন ক্রিকেটার দিলীপ দোশীকে বিশেষ পুরস্কার দিতে চলেছে বিসিসিআই।

টেস্ট ক্রিকেটে সর্বাধিক সংগ্রাহক ও উইকেট নেওয়া ক্রিকেটার

টেস্ট ক্রিকেটে সর্বাধিক সংগ্রাহক ও উইকেট নেওয়া ক্রিকেটার

গত বছরে ভারতের হয়ে ৮টি টেস্টে ৬৭৭ রান করা চেতেশ্বর পূজারাকে দিলীপ সরদেশাই পুরস্কার দিচ্ছে বিসিসিআই। ৬ ম্যাচে ৩৪টি উইকেট নেওয়া ভারতীয় ফাস্ট বোলার জসপ্রীত বুমরা ওই একই পুরস্কার পেতে চলেছেন।

সেরা আন্তর্জাতিক অভিষেক

সেরা আন্তর্জাতিক অভিষেক

ভারতীয় ক্রিকেট দলের হয়ে টেস্টে দুর্দান্ত আন্তর্জাতিক অভিষেকের জন্য ওপেনার মায়াঙ্ক আগরওয়ালকে (৯ ম্যাচে ৮৭২ রান) পুরস্কৃত করতে চলেছে বিসিসিআই। ভারতের মহিলা ক্রিকেট দলের হয়ে ৯টি টি-টোয়েন্টি ম্যাচে ২২২ রান করা ১৬ বছরের শাফালি বর্মা ওই একই পুরস্কার পেতে চলেছেন।

ওয়ান ডে-তে সেরা মহিলা ব্যাটসম্যান ও বোলার

ওয়ান ডে-তে সেরা মহিলা ব্যাটসম্যান ও বোলার

ভারতের মহিলা ক্রিকেট দলের হয়ে ৬টি ওয়ান ডে ম্যাচে ৩৪৯ রান করা স্মৃতি মান্ধানাকে পুরস্কৃত করতে চলেছে বিসিসিআই। ৬টি ওয়ান ডে ম্যাচে ১১ উইকেট নেওয়া বোলার ঝুলন গোস্বামী একই পুরস্কার পেতে চলেছেন।

মনসুর আলি খান পতৌদি ভাষণ

মনসুর আলি খান পতৌদি ভাষণ

আজ সন্ধ্যার এই অনুষ্ঠানের সাফল্য নিয়ে একশো শতাংশ আশাবাদী বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। গর্বের সঙ্গে জানিয়েছেন যে এই অনুষ্ঠানে সপ্তম মনসুর আলি খান পতৌদি শীর্ষক ভাষণ রাখবেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহবাগ।

English summary
Jasprit Bumrah and Poonam Yadav will receive Polly Umrigar award
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X