For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩ ম্যাচে উইকেট শূন্য বুমরাহ শীর্ষ স্থান হারালেন, জায়গা অক্ষত বিরাটের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে ওয়ান ডে সিরিজে উইকেট শূন্য ভারতীয় ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ, আইসিসি ক্রম তালিকার শীর্ষ স্থান হারালেন।

  • |
Google Oneindia Bengali News

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে ওয়ান ডে সিরিজে উইকেট শূন্য ভারতীয় ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ, আইসিসি ক্রম তালিকার শীর্ষ স্থান হারালেন। অন্যদিকে শেষ দুটি ওয়ান ডে-তে ব্যর্থ হওয়া ভারত অধিনায়ক বিরাট কোহলি ব্যাটসম্যানদের তালিকায় রয়ে গেলেন পয়লাতেই।

একধাপ নামলেন বুমরাহ

একধাপ নামলেন বুমরাহ

৩০ ওভারের বিনা উইকেটে ১৬৭ রান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে শেষ তিনটি ওয়ান ডে-তে ভারতীয় ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহের পারফরম্যান্সের খতিয়ান। যা দেখে তাজ্জব হয়েছে বিশ্ব। আইসিসি ক্রম তালিকাতেও এক ধাপ নামলেন বুমরাহ। ৭১৯ পয়েন্ট নিয়ে এখন দ্বিতীয় স্থানে অবস্থান করছেন তিনি। দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে চোটের কারণে ওয়ান সিরিজ না খেলেও পয়েন্টের নিরিখে তালিকার শীর্ষ স্থানে পৌঁছেছেন নিউজিল্য়ান্ডের বাঁ-হাতি ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে অবস্থান করছেন যথাক্রমে আফগানিস্তানের মুজিব উর রহমান, দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা ও অস্ট্রেলিয়ার প্যাট কমিন্স।

শীর্ষ স্থানে সেই বিরাট

শীর্ষ স্থানে সেই বিরাট

তিন দশক পর নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে তাদের মাটিতে ওয়ান ডে সিরিজ হোয়াইটওয়াশকে খুব বেশি গুরুত্ব দিতে রাজি হননি টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। এই সিরিজে সবমিলিয়ে মাত্র ৭৫ রান এসেছে তাঁর ব্যাট থেকে। তা নিয়ে ক্রিকেট মহলে আলোচনা শুরু হলেও পয়েন্টের নিরিখে আইসিসি প্রকাশিত ওয়ান ডে ক্রম তালিকার পয়লা নম্বর স্থান ধরে রাখতে সক্ষম হলেন ভিকে। ৮৬৯ পয়েন্ট রয়েছে তাঁর ঝুলিতে।

দ্বিতীয় রোহিত

দ্বিতীয় রোহিত

চোটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে ওয়ান ডে সিরিজ খেলতে পারেননি টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক রোহিত শর্মা। তা সত্ত্বেও আইসিসি প্রকাশিত ওয়ান ডে ক্রম তালিকার দ্বিতীয় স্থান ধরে রেখেছেন, এই ফর্ম্যাটে গত বছরের সর্বাধিক রান সংগ্রাহক মুম্বইকর। বর্তমানে ৮৫৫ পয়েন্ট রয়েছে তাঁর ঝুলিতে। তালিকার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে পাকিস্তানের বাবর আজম, নিউজিল্যান্ডের রস টেলর ও দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস।

অল-রাউন্ডার জাদেজা

আইসিসি প্রকাশিত ওয়ান ডে অল-রাউন্ডারদের ক্রম তালিকায় ভারতের হয়ে স্থান পেয়েছেন একমাত্র রবীন্দ্র জাদেজা। ২৪৬ পয়েন্ট নিয়ে তিনি তালিকার সপ্তম স্থানে অবস্থান করছেন। শীর্ষে রয়েছেন আফগানিস্তানের মহম্মদ নবি। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম হয়েছেন যথাক্রমে ইংল্যান্ডের বেন স্টোকস, পাকিস্তানের ইমাদ ওয়াসিম, নিউজিল্য়ান্ডের কলিন ডে গ্রান্ডহোম ও ইংল্যান্ডের ক্রিস ওকস। তালিকার ষষ্ঠ স্থানে রয়েছেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান।

English summary
Jasprit Bumrah losses his ODI spot but Virat Kohli stays on the top
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X