For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মা-র সঙ্গে জীবনের কঠিন দিনগুলি স্মরণ করলেন জসপ্রীত বুমরা

এই মুহূর্তে বিশ্বের সেরা ফাস্ট বোলারদের মধ্যে একজন ভারতের জসপ্রীত বুমরা। ক্রিকেটের তিন ফর্ম্যাটেই তিনি তাবড় ব্যাটসম্যানদের ত্রাস। দেশের উঠতি বোলারদের কাছে তিনি রোল মডেলও বটে। এহেন ক্রিকেটারের জীবনের

  • |
Google Oneindia Bengali News

এই মুহূর্তে বিশ্বের সেরা ফাস্ট বোলারদের মধ্যে একজন ভারতের জসপ্রীত বুমরা। ক্রিকেটের তিন ফর্ম্যাটেই তিনি তাবড় ব্যাটসম্যানদের ত্রাস। দেশের উঠতি বোলারদের কাছে তিনি রোল মডেলও বটে। এহেন ক্রিকেটারের জীবনের শুরুটা যে সোনার চামচ মুখে দিয়ে হয়নি, তা জানালেন বুমরা নিজেই। মা-কে পাশে বসিয়ে জীবনের সেই কঠিন দিনগুলির কথা স্মরণ করলেন ভারতীয় ফাস্ট বোলার। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
বুমরার উত্থান

বুমরার উত্থান

তরুণ জসপ্রীত বুমরার উত্থান শুরু হয় আইপিএল থেকে। তাঁকে খুঁজে বের করে মুম্বই ইন্ডিয়ান্স। সেই ফ্রাঞ্চাইজির মালিক নীতা আম্বানি, এক অনুষ্ঠানে বুমরা ও তারঁ মায়ের স্মৃতিচারণার সেই ছোট্ট ভিডিও প্রকাশ করেন। নিজেদের টুইটার অ্যাকাউন্টে সেই ভিডিও পোস্ট করার পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্সের তরফে লেখা হয়, যে কোনও স্থান থেকে প্রতিভা উঠে এসে তা সাফল্যের শিখরে পৌঁছতে পারে।

যখন বুমরার বয়স পাঁচ

মাত্র পাঁচ বছর বয়সে বাবাকে হারান জসপ্রীত বুমরা। এরপর থেকে মা ও ছেলের কঠিন জীবন সংগ্রাম শুরু হয়। সেই লড়াইয়ের ফল যে এত মধুর হবে তা এখনও মাঝে মাঝে বুমরা ও তাঁর মায়ের কাছে অবিশ্বাস্য মনে হয়।

এক জোড়া জুতো ও একটি টি-শার্ট

এক জোড়া জুতো ও একটি টি-শার্ট

জসপ্রীত বুমরা জানিয়েছেন, বাবা মারা যাওয়ার পর তাঁকে নতুন কিছু কিনে দেওয়ার ক্ষমতা মা দলজিতের ছিল না। তাই এক জোড়া জুতো ও একটি টি-শার্টই বারবার ধুয়ে মুছে পড়তেন বলে জানিয়েছেন ভারতের স্পিড স্টার।

জুতো কিনে দিতে পারেননি মা

জুতো কিনে দিতে পারেননি মা

জসপ্রীত বুমরার মা দলজিৎ জানিয়েছেন, এক বার একটি বড় দোকান থেকে দামি ক্রিকেট স্যু কেনার বায়না জুড়েছিলেন ভারতীয় ক্রিকেটার। অর্থের অভাবে সেদিন বুমরাকে সেই জুতো কিনে দিতে পারেননি দলজিৎ। আর এখন বুমরার কাছে জুতোর অভাব নেই, এ কথা বলার সময় গলা ধরে যায় দলজিতের।

স্বপ্নের মতো

স্বপ্নের মতো

ছোটবেলায় শিশুদের গল্পে বলা হয়, কোনও না কোনদিন কেউ এসে তাঁকে অন্ধকার থেকে টেনে তুলবে। মুম্বই ইন্ডিয়ান্স তাঁর সঙ্গে সেই কাজটিই করেছেন বলে জানিয়েছেন জসপ্রীত বুমরা।

প্রথম আইপিএল

প্রথম আইপিএল

দীর্ঘ দিনের কঠিন সংগ্রামের পর জসপ্রীত বুমরা যেদিন প্রথমবার আইপিএল খেলতে নেমেছিলেন, টিভির পর্দায় সেই দৃশ্য দেখে তিনি কেঁদে ফেলেছিলেন বলে জানিয়েছেন মা দলজিৎ।

ছবি সৌ: মুম্বই ইন্ডিয়ান্সের টুইটার ভিডিও

English summary
Jasprit Bumrah recall his struggle days with mother, vedio goes viral
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X