For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গেইলকে ছুঁলেন, দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-২০তে ১০ হাজার রান

গেইলকে ছুঁলেন, দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-২০তে ১০ হাজার রান

  • |
Google Oneindia Bengali News

ইউনিভার্স বস ক্রিস্টোফার হেনরি গেইলকে ছুঁলেন কাইরন পোলার্ড। মাত্র ৩৪ রান করলেই সব ধরনের টি-২০ প্রতিযোগিতা মিলিয়ে পোলার্ড দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১০ হাজার রানের গণ্ডি ছুঁতেন। এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে ২ ম্যাচে টি-২০ সিরিজের প্রথম ম্য়াচে সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন পোলার্ড।

ক্য়ারিবিয়ান ক্রিকেটারের বিধ্বংসী ব্যাটিং

ম্যাচে ১৫ বল খেলে পোলার্ড ৩৪ রান করেন।পাল্লেকেলেতে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের ইনিংস ২টি চার ও ৪টি ছয় দিয়ে সাজানো। ধুঁয়াধার এই ইনিংসের সুবাদে সব ধরনের টি-২০ প্রতিযোগিতা মিলিয়ে ৫০০ ম্যাচ খেলে পোলার্ডের সংগ্রহে এখন ১০০০০ রান।

 টি-২০ তে ১০ হাজার রানের তালিকায় পোলার্ডের আগে কে

টি-২০ তে ১০ হাজার রানের তালিকায় পোলার্ডের আগে কে

সব ধরনের টি-২০ প্রতিযোগিতা ধরলে পোলার্ডের আগে একজনই রয়েছেন। ক্রিস গেইল ৪০৪টি টি-২০ ম্যাচ খেলে ১৩২৯৬ রান হাঁকিয়েছেন।

প্রথম ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ খেলার নজির

সব ধরনের টি-২০ প্রতিযোগিতা ধরলে পোলার্ড প্রথম ক্রিকেটার যিনি ৫০০টি টি-২০ ম্যাচ খেলার নজির তৈরি করলেন। এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচটি তাঁর টি-২০ কেরিয়ারের ৫০০তম ম্যাচ ছিল। সব ধরনের টি-২০ প্রতিযোগিতা ধরলে পোলার্ড প্রথম ক্রিকেটার যিনি ৭০০০-এর বেশি রান ও ২৫০ উইকেট নিয়েছেন। শুধু তাই নয় টি-২০ ক্রিকেটে পোলার্ড বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার প্রথম ক্রিকেটার হিসেবে সব ধরনের টি-২০ প্রতিযোগিতা মিলিয়ে সবচেয়ে বেশি ২৩ টি টুর্নামেন্ট ফাইনাল খেলেছেন।

বিশ্বকাপ জয় থেকে আইপিএল চ্যাম্পিয়ন

বিশ্বকাপ জয় থেকে আইপিএল চ্যাম্পিয়ন

আইপিএল চ্যাম্পিয়ন হওয়া থেকে দেশের হয়ে টি-২০ বিশ্বকাপ জিতেছেন পোলার্ড। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজ দলে টি-২০ বিশ্বকাপ জয়ের অন্যতম কাণ্ডারী ছিলেন পোলার্ড।

English summary
Kieron Pollard Hit 15-ball 34 runs completes 10000 T20 runs, joins Gayle
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X