For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সীমিত ওভারে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হচ্ছেন কাইরন পোলার্ড


 ইংল্যান্ড বিশ্বকাপে ব্যর্থতা ও ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে হোয়াইট ওয়াশ হওয়ার জেরে সীমিত ওভারে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অধিনায়কত্ব হারাতে চলেছেন জেসন হোল্ডার ও কার্লোস ব্রাথওয়েট।

  • |
Google Oneindia Bengali News

ইংল্যান্ড বিশ্বকাপে ব্যর্থতা ও ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে হোয়াইট ওয়াশ হওয়ার জেরে সীমিত ওভারে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অধিনায়কত্ব হারাতে চলেছেন জেসন হোল্ডার ও কার্লোস ব্রাথওয়েট। পরিবর্তে অভিজ্ঞ কাইরন পোলার্ডকে নেতা বাছা হচ্ছে বলে একটা সূত্রের তরফে জানানো হয়েছে।

কবে সিদ্ধান্ত

কবে সিদ্ধান্ত

সূত্র মারফত জানা গিয়েছে, পোর্ট অফ স্পেনে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের রেগুলার কোয়ার্টারলি বৈঠকের প্রথম দিনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এ ব্য়াপারে ঘোষণা কিছুদিন পরে দেওয়া হবে বলেও জানা গিয়েছে। কবে তা জানা যায়নি।

কেন এই সিদ্ধান্ত

কেন এই সিদ্ধান্ত

১০ দলের ইংল্যান্ড বিশ্বকাপে নবম স্থানে শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। এই বিপর্যয়ের পর ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডারকে কিছু করে দেখানোর জন্য শেষ সুযোগ দেওয়া হয়েছিল। সেখানেও দল ব্যর্থ হওয়ায়, হোল্ডারকে ওয়েস্ট ইন্ডিজের ওয়ান ডে দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দিচ্ছে সে দেশের বোর্ড। অন্যদিকে ২০২০ সালের ২০ ওভারের বিশ্বকাপের আগে পারফরম্যান্সে অনেক পিছিয়ে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব হারাতে চলেছেন কার্লোস ব্রাথওয়েটও।

এক নজরে পোলার্ড

এক নজরে পোলার্ড

২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে শেষবার ওয়ান ডে ম্যাচ খেলেন ৩২ বছরের কাইরন পোলার্ড। ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে তাঁকে রিজার্ভ ক্যাটেগরিতে রাখা হয়। ১০১টি একদিনের ম্যাচে ২৫.৭১-র গড়ে ২২৮৯ রান করেছেন পোলার্ড। নিয়েছেন ৫০টি উইকেট। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ৬২টি ২০ ওভারের ম্যাচে ৯০৩ রান করেছেন এই অল রাউন্ডার। নিয়েছেন ২৩টি উইকেট।

English summary
Kieron Pollard likely to be the skipper of West Indies in limited
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X