For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোহলি-রোহিতের ঝামেলা নিয়ে কী বললেন গাভাসকর

কোহলি-রোহিতের ঝামেলার কাহিনি নিয়ে এবার মুখ খুললেন লিটল মাস্টার সুনীল গাভাসকর। কিংবদন্তি ক্রিকেটার স্পষ্টই বুঝিয়ে দিলেন, তিনি অন্তত দুই ক্রিকেটারের ঝামেলার খবর বিশ্বাস করেননি।

  • |
Google Oneindia Bengali News

কোহলি-রোহিতের ঝামেলার কাহিনি নিয়ে এবার মুখ খুললেন লিটল মাস্টার সুনীল গাভাসকর। কিংবদন্তি ক্রিকেটার স্পষ্টই বুঝিয়ে দিলেন, তিনি অন্তত দুই ক্রিকেটারের ঝামেলার খবর বিশ্বাস করেননি।

কী বললেন গাভাসকর

ভারতীয় কিংবদন্তিক্রিকেটার এই মুহূর্তে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ধারাভাষ্যকার হিসেবে গায়ানায় রয়েছেন। সেখান থেকেই গাভাসকর বলেন,'আমার মতে পুরোটাই রটনা। ফ্যানেদের মনে মিথ্যে ধোঁয়াশা তৈরি করা হয়েছে। রোহিত-কোহলির মধ্য়ে সম্পর্ক দারুণ। যারা রোহিত-কোহলির সম্পর্কের অবনতি নিয়ে এমন রটনা তৈরি করেছেন, তারা ভারতীয় ক্রিকেটের ভালো চায় বলে মনে হয় না।'

সঙ্গে গাভাসকর জুড়েছেন, 'কোহলি-রোহিতরা পেশাদার ক্রিকেটার। ওরা জুটিতে একের পর এক দারুণ ইনিংস খেলে যাবে। ওরা অবসর নিয়ে নিলেও ২০ বছর পরও ওদের ঝামেলার কাহিনির মুখোরোচক জল্পনা থামবে না।

বিশ্বকাপের ম্যাচে পরস্পরকে এড়িয়ে গিয়েছিলেন অনুষ্কা-রীতিকা

প্রসঙ্গত বিশ্বকাপের পরই ভারতীয় মিডিয়াতে রটে যায়, অধিনায়ক ও সহঅধিনায়কের সম্পর্কে এখন নাকি চিড় ধরেছে। দূরত্ব এতটাই বেশি যে বিশ্বকাপের ম্যাচে একই গ্যালারিতে থাকলেও দুই ক্রিকেটারের স্ত্রীরা একে অন্যকে এড়িয়ে চলেছিলেন।

দ্বন্দ্বের অভিযোগ উড়িয়ে ভারতীয় ক্রিকেটের অন্দরমহল এখন সুখী পরিবার

ওয়েস্ট ইন্ডিজ সফরের উড়ান ধরার আগে রোহিতের সঙ্গে ঝামেলা নিয়ে বিরাট বলেন, 'পুরোটাই মিডিয়া প্রসূত, ভিত্তিহীন খবর!'। অন্য়দিকে রোহিত আবার কয়েকদিন আগে টুইটে লিখেছেন, 'আমি দলের জন্য নয়,দেশের জন্য ক্রিকেট খেলি।' যার পর ক্রিকেটমহলের ধারণা, রোহিত-কোহলির মধ্যে কোনও সমস্যা তৈরি হয়ে থাকলে এখন তা মিটে গিয়ে ভারতীয় ড্রেসিংরুম এখন সুখী পরিবার।

English summary
Kohli-Rohit rift stories : what Sunil Gavaskar says
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X