For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাসের জের, আইপিএল-এর উপর নিষেধাজ্ঞা এই শহরে!

Google Oneindia Bengali News

দেশজুড়ে করোনা আতঙ্ক ক্রমেই ছড়িয়ে পড়ছে। আর এর জেরেই একের পর এক অনুষ্ঠান বাতিল হচ্ছে দেশে। আর এই আবহেই দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া জানিয়ে দিলেন ত্রয়োদশ আইপিএলের কোনও ম্যাচই দিল্লিতে হবে না। এদিকে ইতিমধ্যেই আইপিএল পিছিয়ে গিয়েছে। জানা গিয়েছে ১৫ এপ্রিল শুরু হবে আইপিএল।

দিল্লিতে আইপিএল-এর উপর নিষেধাজ্ঞা

দিল্লিতে আইপিএল-এর উপর নিষেধাজ্ঞা

এর আগে ২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল এই বছরের আইপিএল। কিন্তু তার আগে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে টুর্নামেন্ট ঘিরে ছেয়ে রয়েছে কালো ধোঁয়া। এই পরিস্থিতিতেই আইপিএল-এর উপর নিষেধাজ্ঞার বড় সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। করোনা ভাইরাসের ছড়িয়ে পড়ার আশঙ্কায় দিল্লিতে আইপিএল আয়োজনের না করার সিদ্ধান্ত কথা জানানো হয় সরকারের তরফে।

করোনার প্রকোপ রুখতে কোনও ম্যাচ নয় রাজধানীতে

করোনার প্রকোপ রুখতে কোনও ম্যাচ নয় রাজধানীতে

দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া রাজ্যে আইপিএল ম্যাচ নিষিদ্ধ করার ঘোষণা করে বলেন, 'দিল্লিতে আইপিএলের একটি ম্যাচও হবে না। যদি স্টেডিয়ামে একজনও করোনাভাইরাস আক্রান্ত কোনও ব্যক্তি থাকেন, তাহলে তাতে বিপদ অনেকটাই বেড়ে যাবে। এই কারণেই দিল্লিতে আইপিএলের ম্যাচ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।'

মহারাষ্ট্র সরকারও ফাঁকা মাঠে ম্যাচ করার নির্দেশ দেয়

মহারাষ্ট্র সরকারও ফাঁকা মাঠে ম্যাচ করার নির্দেশ দেয়

এর আগে মহারাষ্ট্র সরকার রাজ্যে আইপিএলের টিকিট বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। মহারাষ্ট্র সরকার জানিয়েছে, আইপিএলের সমস্ত ম্যাচ ফাঁকা স্টেডিয়ামে হবে।

ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচ ফাঁকা ইডেনে

ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচ ফাঁকা ইডেনে

একই ভাবে কেন্দ্রের নিষেধাজ্ঞার জেরে ভারত-দক্ষিণ আফ্রিকার ওডিআই সিরিজের বাকি দুটো ম্যাচও ফাঁকা স্টেডিয়ামে হবে। উল্লেখ্য সিরিজের তৃতীয় ম্যাচ হওয়ার কথা ইডেন গার্ডেন্সে। বাতিল হয়ে গিয়েছিল বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশ্ব একাদশ বনাম এশিয়া একাদশের সিরিজটি।

English summary
manish sisodia banned ipl in delhi in wake of coronavirus row
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X