For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলার অধিনয়কত্বের দায়িত্বে থাকলেন মনোজ

সাময়িক বিতর্ক এবং কানাঘুঁষো থাকলেও, বাংলার অধিনায়কের পদে রয়ে গেলেন মনোজ তিওয়ারি। মনোজকে অধিনায়ক রেখে আসন্ন ঘরোয়া ক্রিকেট মরসুমের জন্য বেছে নেওয়া হল ৩১ জনের দল।

Google Oneindia Bengali News

সাময়িক বিতর্ক এবং কানাঘুঁষো থাকলেও, বাংলার অধিনায়কের পদে রয়ে গেলেন মনোজ তিওয়ারি। মনোজকে অধিনায়ক রেখে আসন্ন ঘরোয়া ক্রিকেট মরসুমের জন্য বেছে নেওয়া হল ৩১ জনের দল।

বাংলার অধিনয়কত্বের দায়িত্বে থাকলেন মনোজ

সদ্যজাত সন্তান অসুস্থ থাকায় সিএবির বার্ষিক পুরস্কার বিতরনী অনুস্থানে উপস্থিত না থাকলেও সন্যায় দল নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন মনোজ।

দল নির্বাচন পর বাংলার অধিনায়ক বলেন, 'বাংলার হয়ে অধিনায়কত্ব করা সব সময়েই গর্বের। আমি কখনও চাইনি বাংলার অধিনায়কত্ব ছাড়তে। তাই দাদিকে কখনই না বলতে পারিনি। যদি সুযোগ থাকে তাহলে যত দিন বাংলার হয়ে খেলব, তত দিন বাংলার হয়ে অধিনায়কের দায়িত্ব পালন করতে চাই।'

এদিনের আলোচণায় উপস্থিত ছিলেন সিএবি যুগ্ম সচিব অভিষেক ডালমিয়া, কোচ সাইরাজ বাহুতুলে, পলাশ নন্দী, সাগরময় সেন শর্মা সহ নতুন নির্বাচক কমিনিট আরও দুই সদস্য।

অন্য দিকে, উল্লেখযোগ্য ভাবে কাঁধে চোট থাকলেও দলে রাখা হয়েছে ঋদ্ধিমান সাহাকে। ম্যানচেস্টারে অস্ত্রোপচারের পর ফিট হলে খেলবেন তিনি।

English summary
Manoj Tiwary remains as captain of bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X