For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রঞ্জি ট্রফি ২০১৮-১৯, 'এক ম্যাচের অধিনায়ক'-এর দ্বিশতরান! প্রথম ইনিংসে বাংলা রানের পাহাড়ে

বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারির দ্বিশতরানের দৌলতে মধ্যপ্রদেশের বিপক্ষে রঞ্জি ট্রফি ২০১৮-১৯ ম্যাচের প্রথম ইনিংসে বাংলার রান ৫০০ পার করল।

  • |
Google Oneindia Bengali News

ইডেনে রঞ্জি ট্রফির ম্যাচে মধ্যপ্রদেশের বিরুদ্ধে বাংলার 'এক ম্যাচের অধিনায়ক' মনোজ তিওয়ারির ব্যাট থেকে এল ঝকঝকে দ্বিশতরান (২০১*)। যার জোরে এলিট গ্রুপ বি-এর ম্যাচে প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৫১০ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করল বাংলা। জবাবে দিনের শেষে মধ্যপ্রদেশ বিনা উইকেটে ১৫ রান করেছে।

এক ইনিংসেই অনেক মেঘ কাটিয়ে দিলেন মনোজ তিওয়ারি। একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছিলেন, তার উপর ব্যাটেও রান আসছিল না। তাঁকে এই রঞ্জি মরসুমে শুধু মাত্র মধ্যপ্রদেশ ম্যাচের জন্যই অধিনায়ক করা হয়েছে। কানাঘুসো শোনা যাচ্ছিল রান না পেলে নাকি শুধু অধিনায়কত্ব নয়, দল থেকেও তাঁকে বাদ দেওয়া হতে পারে। এক ইনিংসেই সমালোচকদের থামিয়ে দিলেন তিনি।

প্রথমদিনই শতরান

প্রথমদিনই শতরান

সোমবার (১৩ নভেম্বর), ম্য়াচের প্রথমদিনই শতরান পেয়েছিলেন কৌশিক ঘোষ (১০০)। বড় রান করেছিলেন ওেনার অভিমন্যু ইশ্বরণ (৮৬)-ও। বাংলা তুলেছিল ২৪৬/৪। ৩১ রানে মনোজ ও ৭ রানে অপরাজিত ছিলেন অনুষ্টুপ। এদিন অনুষ্টুপ বেশি দূর এগোতে না পারলেও মনোজ তিওয়ারি বাংলাকে ৫০০ রান পার করিয়ে দিলেন।

লোয়ার অর্ডারে প্রতিরোধ

লোয়ার অর্ডারে প্রতিরোধ

লোয়ার অর্ডারে তাদের সীমিত সাধ্যে প্রতিরোধ গড়ে তোলেন উইকেটরক্ষক বিবেক সিং (২৮) ও আমির গানি (২৯)-ও। তাঁদের সঙ্গে নিয়েই প্রথমশ্রেনীর ক্রিকেটে তাঁর ২৫তম শতরান করে যান মনোজ। মধ্যপ্রদেশের হয়ে ভাল বল করলেন তরুণ শুভম শর্মা। ৫৯ রান দিয়ে ৫ উইকেট দখল করলেন তিনি। ২৩তম ম্যাচে এটাই তাঁর প্রথম ইনিংসে ৫ উইকেট প্রাপ্তি।

মনোজের দ্বিশতরান

মনোজের দ্বিশতরান

এদিন প্রথম সেশনেই মনোজ অর্ধশতরান সম্পূর্ণ করেন। এরপর রান তোলার গতি বাড়িয়েছিলেন। দ্বিতীয় সেশনেই তিনি শতরান সম্পূর্ণ করেন। চা বিরতিতে মনোজ ১৪৬ রানে অপরাজিত ছিলেন। বাংলা ছিল ৪৪৫ রানে। এরপর দিনের শেষ সেশনে দ্বিশতরানে পৌঁছান বাংলার অধিনায়ক।

'ওরা' আর সমালোচনা করবে না

'ওরা' আর সমালোচনা করবে না

এদিন খেলার পর মনোজ বলেন,সমালোচনা থাকবেই তবে এই ইনিংসের পর 'ওরা' কিছুদিন চুপ থাকবে বলে আশা করেছেন তিনি। তিনি জানান, স্বভাবগত ভাবেই তিনি সোজা কথার মানুষ। তবে যা বলেন সবটাই দলের কথা ভেবে। আর সোজা কথা বলেন বলেই বিতর্কও তাঁর পিছু ছাড়ে না। আপাতত আগামী দুদিনে দু'বার মধ্যপ্রদেশকে আউট করার পরিকল্পনা ঘুরছে তাঁর মাথায়।

English summary
Bengal captain Manoj Tiwary has carried his team over 500 runs in the first innings in the Ranji Trophy 2018-19 match against Madhya Pradesh with a double century.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X