For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আড়াই লক্ষ টাকা অনুদান বাংলার অধিনায়কের

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আড়াই লক্ষ টাকা অনুদান বাংলার অধিনায়কের

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সরকারের পাশে দাঁড়ালেন বাংলা ক্রিকেট দলের অধিনায়ক অভিমন্যু ইশ্বরণ। পরিযায়ী শ্রমিকদের জন্য আড়াই লক্ষ টাকা অনুদান দিলেন তিনি। নিজের জন্মস্থান দেরাদুন পুলিশের হাতে এই টাকা তুলে দিয়েছেন অভিমন্যু।

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আড়াই লক্ষ টাকা অনুদান বাংলার অধিনায়কের

করোনা ভাইরাসের প্রভাবে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে এক লক্ষ ছাড়িয়ে গিয়েছে। আক্রান্ত প্রায় সাড়ে ১৭ লক্ষ মানুষ। ভারতে আক্রান্তের সংখ্যা আট হাজার ছাড়িয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে ২৫০ জনের। মহারাষ্ট্র, কেরালা, কর্নাটক এবং দিল্লিতে করোনা ভাইরাসের প্রভাব পড়েছে সবচেয়ে বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশের বিভিন্ন রাজ্যে লকডাউনের মেয়াদ আরও ১৫ দিন বাড়িয়ে দিয়েছে সরকার।

এই পরিস্থিতিতে বিপদের সম্মুখীন হওয়া পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ালেন বাংলা ক্রিকেট দলের অধিনায়ক অভিমন্যু ইশ্বরণ। বললেন, দেশজুড়ে যে পরিমাণ মানুষ করোনা ভাইরাসে প্রভাবিত, সে তুলনায় এই আর্থিক সাহায্য যথেষ্টই কম। ইশ্বরণ ও তাঁর আত্মীয়রা ১০০-রও বেশি দরিদ্র পরিযায়ী শ্রমিকের পরিবারকে খাবার ও রেশন দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলার ক্রিকেট আইকন তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় করোনা মোকাবিলায় দুঃস্থদের জন্য ৫০ লক্ষ টাকার চাল দিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করোনা তহবিলে ২৫ লক্ষ টাকা জমা দিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া ব্যক্তিগতভাবে ৫ লক্ষ টাকা অনুদান দিয়েছেন করোনা তহবিলে।

English summary
Abhimanyu Easwaran donates 2.5 lakh to help migrant labourers in coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X