For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অধিনায়ক সৌরভের থেকে এগিয়ে নেতা ধোনি, দেশের প্রাক্তন ক্রিকেটারের এমনই মত

অধিনায়ক সৌরভের থেকে এগিয়ে নেতা ধোনি, দেশের প্রাক্তন ক্রিকেটারের এমনই মত

  • |
Google Oneindia Bengali News

অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের থেকে নেতা মহেন্দ্র সিং ধোনিকে এগিয়ে রাখলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অতুল ওয়াসন। নিজের দাবির স্বপক্ষে যুক্তিও খাড়া করেছেন ভারতের এই প্রাক্তন ফাস্ট বোলার। দেখে নেওয়া যাক, ঠিক কী বলেছেন অতুল।

অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়

অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়

২০০০ সালে ম্যাচ ফিক্সিং কাণ্ডে যখন জর্জরিত ভারতীয় ক্রিকেট, তখন টিম ইন্ডিয়ার অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল অনভিজ্ঞ সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে। এরপরেই ভারতীয় ক্রিকেটে আসে বৈপ্লবিক পরিবর্তন। টিম ইন্ডিয়াকে ১৪৬টি ওয়ান ডে-তে নেতৃত্ব দেন মহারাজ। ৭৬টি ম্যাচ জেতে ভারত। ৬৫টি ম্যাচে হার হজম করতে হয়। অন্যদিকে সৌরভের নেতৃত্বে ৪৯টি টেস্ট খেলে ২১টি ম্যাচ জেতে ভারতীয় ক্রিকেট দল। তার মধ্যে ১১টি জয় আসে বিদেশের মাটিতে। অধিনায়ক হিসেবে দেশকে ২০০২-র চ্যাম্পিয়ন্স ট্রফি ও ঐতিহাসিক ন্যাটওয়েস্ট ট্রফি উপহার দিয়েছেন মহারাজ। তরুণ টিম ইন্ডিয়াকে ২০০৩ বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েও দুর্ধর্ষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার হজম করতে হয়েছিল। সেই অস্ট্রেলিয়াকেই তাদের মাটিতে টেস্ট সিরিজ ড্র করিয়েছিল সৌরভ ব্রিগেড।

অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি

অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি

সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে গড়া যুবরাজ সিং, হরভজন সিং, জাহির খান, আশীষ নেহরা, বীরেন্দ্র শেহওয়াগ সম্বৃদ্ধ এক শক্তিশালী ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। তিনি নিজেও মহারাজের হাতে গড়া বললে ভুল হবে না। সেই সঙ্গে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর, গৌতম গম্ভীরের মতো ক্রিকেটারদের পেয়ে ২০১১-র ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছিলেন মাহি। দেশকে ২০০৭-র টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৩-র চ্যাম্পিয়ন্স ট্রফিও তুলে দিয়েছেন এমএস। যদিও তাঁরই নেতৃত্বে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হতে হয়েছিল ভারতকে। তুলনামূলক বেশিদিন দেশের অধিনায়ক থাকা ধোনি ৬০টির মধ্যে ভারতীয় দলকে ২৭টি টেস্ট ম্যাচে জয় এনে দিয়েছেন। অন্যদিকে এমএস-র নেতৃত্বে ১৯৯টি ওয়ান ডে-র মধ্যে ১১০টিতে জিতেছে ভারত। ৭২টি টি-টোয়েন্টির মধ্যে ৪১টি ম্যাচে দেশকে জয় উপহার দিয়েছেন মাহি।

ধোনির যাত্রা অনেক মসৃণ

ধোনির যাত্রা অনেক মসৃণ

অধিনায়ক হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের থেকে এমএস ধোনিকে এগিয়ে রাখার কারণ জানালেন দেশের প্রাক্তন ফাস্ট বোলার অতুল ওয়াসন। তাঁর কথায়, টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের শুরুটূ ছিল অসাধারণ। কিন্ত তারপর যত সময় গড়িয়েছে তত পরিস্থিতি কঠিন হয়েছে বলে মনে করেন অতুল। অন্যদিকে ২০০৭ সালে দেশের অধিনায়কত্ব হাতে নিয়েই টিম ইন্ডিয়াকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো এমএস ধোনির নেতা সুলভ চলন অনেক মসৃণ বলে দাবি অতুল ওয়াসানের।

অধিনায়ক কে

অধিনায়ক কে

দেশের প্রাক্তন ক্রিকেটার অতুল ওয়াসনের মতে, অধিনায়ক তিনি, যিনি কোনও দল তৈরির পর নির্বাচিত হন। সেদিক থেকেও সৌরভ গঙ্গোপাধ্যায়ের থেকে মহেন্দ্র সিং ধোনি অনেকটাই এগিয়ে রয়েছেন বলে মনে করেন দেশের প্রাক্তন ফাস্ট বোলার।

ধোনি হয়ত আর ফিরবেন না! কিন্তু মাহির এই গুণের জন্য ভারতীয় দলে তাঁর কোনও বিকল্প নেই, বললেন প্রাক্তন ধোনি হয়ত আর ফিরবেন না! কিন্তু মাহির এই গুণের জন্য ভারতীয় দলে তাঁর কোনও বিকল্প নেই, বললেন প্রাক্তন

English summary
MS Dhoni is better captain than Sourav Ganguly, says Atul Wassan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X