For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘন্টায় ১৫০ কিমি গতিতে বল করে ভারতের 'শোয়েব আখতার' এখন নভদীপ

টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের হয়ে সবেচেয়ে জোডে় বল করে সাড়া ফেলে দিয়েছেন তরুণ পেসার নভদীপ সাইনি। ইন্দোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ঘন্টায় ১৫০ কিমিরও বেশি জোড়ে নভদীপ বল করেন।

  • |
Google Oneindia Bengali News

টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের হয়ে সবেচেয়ে জোরে বল করে সাড়া ফেলে দিয়েছেন তরুণ পেসার নভদীপ সাইনি। ইন্দোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ঘন্টায় ১৫০ কিমির কাছাকাছি জোরে বল করেন নভদীপ। যারপর নেটিজেনদের অনেকেই তাঁকে এখন ভারতের 'শোয়েব আখতার' বলছেন।

দ্বিতীয় ম্যাচে নভদীপের বোলিং

ম্যাচে নভদীপ ৪ ওভার বল করে ১৮ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন। যার মধ্যে ১৩ টি ডট বল রয়েছে।চার ওভারের এই বোলিং স্পেলের মধ্যে ওশাদা ফার্নান্দোকে ঘন্টায় ১৫০ কিমি গতিতে বল করেন নভদীপ। যার আগে ১৪৮ কিমি গতির বোলিংয়ে লঙ্কান ওপেনার ধনুষ্কা গুণাথিলকাকে বোল্ড করেন সাইনি। যার পর থেকে ভারতীয় ক্রিকেটে চর্চার কেন্দ্রে ডানহাতি এই পেসার।

নভদীপ যা বললেন

ম্যাচ জয়ের পর নিজের বোলিং নিয়ে নভদীপ জানিয়েছেন, 'সাদা ও লাল বল, দুই বলেই এখন আমি ধীরে ধীরে আত্মবিশ্বাস পাচ্ছি।' দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ম্যাচে সেরা হয়েছেন নভদীপ। টি-টোয়েন্টি ক্রিকেট সাইনিই এখন ভারতের ফাস্টেস্ট বোলার।

একনজরে নভদীপের বোলিং কেরিয়ার

দেশের হয়ে এখনও পর্যন্ত নভদীপ ১টি ওডিআই ও ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।ওডিআইয়ে ২টি ও টি-টোয়েন্টি সংগ্রহ ৮ উইকেট। এছাড়া ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আইপিএল অভিষেক করে ১৩ ম্যাচে ১১ উইকেট পেয়েছেন সাইনি।

ক্রিকেটের ইতিহাসে ফাস্টেস্ট ডেলিভারি

উল্লেখ্য বিশ্বের সবচেয়ে জোড়ে বল করার নজির শোয়েব আখতারের রয়েছে। ২০০৩ সালে বিশ্বকাপের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘন্টায় ১৬১.৩ কিমি গতিতে বল করেছিলেন শোয়েব।

English summary
Navdeep Saini breached 150 km/h-mark in Sri Lanka game become indian shoaib akhtar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X