For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বয়স ভাঁড়ানো বিতর্কের মাঝে এই কারণে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে সরতে পারেন নাসিম শাহ

অজিদের ডেরায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে অভিষেক থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে পাকিস্তানের তরুণ পেসার নাসিম শাহ। পিসিবি সূত্রে তাঁর বয়স ১৬ বছর বলার পর থেকেই শাহকে নিয়ে চূড়ান্ত বিতর্ক চলছে।

  • |
Google Oneindia Bengali News

অজিদের ডেরায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে অভিষেক থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে পাকিস্তানের তরুণ পেসার নাসিম শাহ। পিসিবি সূত্রে তাঁর বয়স ১৬ বছর বলার পর থেকেই শাহকে নিয়ে চূড়ান্ত বিতর্ক চলছে। ক্রিকেট মহলের অনেকেই শাহের বয়স বিতর্ক নিয়ে পিসিবিকে কটাক্ষ করেছেন। কয়েকবছর আগে পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগে পাকিস্তানের ঐ পেসার শাহের বয়স ১৭ বছর বলে উল্লেখ করার পর কীভাবে বছর ঘুরতে বয়স কমে গিয়েছে সেই প্রশ্নেই পিসিবিকে দেশ বিদেশের প্রাক্তন ক্রিকেটার ও সাংবাদিকরা কটাক্ষ করেছেন। এসবের মাঝেই এবার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ থেকে সরতে পারেন শাহ।

কেন সরছেন এই ক্রিকেটার

তবে বিতর্কের জেরে নয়। ক্রিকেট নির্বাচকরা অজিভূমে তরুণ শাহের পেস ও সুইংয়ে মুগ্ধ। যেকারণে তাঁকে আগামী দিনে জাতীয় দলের জার্সিতে সুযোগ করে দিতে চান তারা। সেকারণেই ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে দেখা যেতে পারে তাঁকে। শেষ পর্যন্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে তার নাম সরিয়ে নেওয়া হতে পারে।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ কবে?

পরের বছর ১৭ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার মাটিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ রয়েছে। জুনিয়র ক্রিকেটের এই আসরকে ঘিরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে।

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের সূচি

চলতি বছরে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে মাঠে নামছে পাকিস্তান। ১১ ডিসেম্বর থেকে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শুরু। এরপর করাচি স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট হবে ১৯ ডিসেম্বর থেকে। এরপর জানুয়ারিতে বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান।

সূত্রের খবর

পাক বোর্ড সূত্রের খবর শাহকে ঘরের মাঠে টেস্ট সিরিজে রাখতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তাঁর পরিবর্ত পাঠানো হতে পারে। এই মুহূর্তে দেশের সিনিয়র ক্রিকেটের হাল একেবারেই খারাপ। ১৯৯৫ সালের পর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে টানা ১৪ টেস্ট হারের লজ্জাজনক রেকর্ড গড়ে ঘরে ফিরেছে পাক ক্রিকেট দল। যার পর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বোর্ডের পক্ষ থেকে মনে করা হয়েছে। সেক্ষেত্রে শাহকে জুনিয়র ও সিনিয়র দুই দলে রেখে দিয়ে তাঁর উপর দল বোঝা বাড়াতে নারাজ।

English summary
Pak pacer Naseem Shah may be replaced from U-19 WC squad
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X