For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সচিনকে হারিয়ে ভারতের সর্বকালের সেরা টেস্ট ব্যাটসম্যান কোন রথি? তাজ্জব ক্রিকেট দুনিয়া!

সচিনকে হারিয়ে ভারতের সর্বকালের সেরা টেস্ট ব্যাটসম্যান কোন রথি? তাজ্জব ক্রিকেট দুনিয়া!

  • |
Google Oneindia Bengali News

মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরকে হারিয়ে ভারতের সর্বকালের সেরা টেস্ট ব্যাটসম্যান নির্বাচিত হলেন 'দ্য ওয়াল' রাহুল দ্রাবিড়। উইজডেনের গণভোটের ফল যে এমন হবে, তা স্বপ্নেও হয়তো ভাবতে পারেনি ক্রিকেট বিশ্ব। রাহুল দ্রাবিড় যে ভারতের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যান, তা নিয়ে কারও মনে কোনও সন্দেহ নেই। তা বলে তিনি যে সচিন তেন্ডুলকরকেও ছাপিয়ে যাবেন, তা হয়তো ভাবতে পারেননি অনেকে। তবে একাংশের মতে, সচিনের মতো লম্বা কেরিয়ার পেলে আরও রেকর্ডের মালিক হতে পারতেন দ্রাবিড়।

সচিন তেন্ডুলকরের টেস্ট কেরিয়ার

সচিন তেন্ডুলকরের টেস্ট কেরিয়ার

ভারতের হয়ে ২০০টি টেস্ট ম্যাচ খেলা সচিন তেন্ডুলকর ৫৩.৭৮-এর গড়ে ১৫৯২১ রান করেছেন। এই ফর্ম্যাটে ৫১টি শতরান ও ৬৮টি অর্ধ-শতরান রয়েছে মাস্টার ব্লাস্টারের। টেস্টে সচিনের সর্বোচ্চ স্কোর অপরাজিত ২৪৮।

রাহুল দ্রাবিড়ের টেস্ট কেরিয়ার

রাহুল দ্রাবিড়ের টেস্ট কেরিয়ার

সচিন তেন্ডুলকরের মতো ২৪ বছরের লম্বা কেরিয়ার না হলেও ১৬ বছর ভারতীয় ক্রিকেটকে আলোকিত করেছেন রাহুল দ্রাবিড়। ২০১২ সালে অবসর নেওয়ার আগে দেশের হয়ে ১৬৪টি টেস্ট ম্যাচ খেলে ৫২.৩১-এর গড়ে ১৩২৮৮ রান করেছেন দ্রাবিড়। এই ফর্ম্যাটে ৩৬টি শতরান রয়েছে 'দ্য ওয়াল'-এর। টেস্টে রাহুলের সর্বোচ্চ স্কোর ২৭০।

উইজডেনের ভোট

উইজডেনের ভোট

গত ৫০ বছরের নিরিখে মোট ১৬ জন ভারতীয় ব্যাটসম্যানকে নিয়ে এই প্রতিযোগিতার আসর বসায় উইজডেন। সচিন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড় ছাড়াও লড়াইয়ে সামিল ছিলেন সুনীল গাভাসকর, ভিভিএস লক্ষ্মণ, বিরাট কোহলি সহ দেশের অন্যান্য রথি-মহারথিরা।

মূলপর্বের লড়াই

মূলপর্বের লড়াই

১৬ জন প্রতিযোগীর মধ্যে ভোটিং-এর মূলপর্বে ওঠেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সুনীল গাভাসকর ও টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। শুরুতে লড়াই হাড্ডাহাড্ডি হলেও একদম শেষ মুহূর্তে বাকি তিন জনের থেকে ভোটের লিড বাড়িয়ে নেন দ্রাবিড়। এই পর্বে ১১৪০০ জন ক্রিকেট ফ্যান ভোট দেন। তার মধ্যে ৫২ শতাংশ ভোট 'দ্য ওয়াল' দ্রাবিড়ের ঝুলিতে গিয়েছে বলে জানিয়েছে উইজডেন।

মনের ফূর্তি বাড়বে! করোনা উদ্বেগ কাটিয়ে প্রস্তুতিতে ফিরে আর কী বললেন ভারতীয় ক্রিকেটারমনের ফূর্তি বাড়বে! করোনা উদ্বেগ কাটিয়ে প্রস্তুতিতে ফিরে আর কী বললেন ভারতীয় ক্রিকেটার

English summary
Rahul Dravid beat Sachin Tendulkar as greatest Indian test batsman
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X