For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কীভাবে চতুর্থবারের জন্য টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রী, কাজ করল কোন কোন ফ্যাক্টর

কীভাবে চতুর্থবারের জন্য টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রী, কাজ করল কোন কোন ফ্যাক্টর

  • |
Google Oneindia Bengali News

প্রত্যাশিত ভাবেই আরও একবার টিম ইন্ডিয়ার হেড কোচ নির্বাচিত হয়েছেন রবি শাস্ত্রী। শোনা গেছে, ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার দৌড়ে টম মুডি, মাইক হেসনরা কড়া লড়াই দিলেও রবি শাস্ত্রীকে টপকাতে পারেননি। দেখে নেওয়া যাক, এক্ষেত্রে কোন কোন ফ্যাক্টর কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রাখল রবি শাস্ত্রীকে।

শাস্ত্রীর পাশে কোহলি অ্যান্ড কং

শাস্ত্রীর পাশে কোহলি অ্যান্ড কং

পারফরম্যান্স নিয়ে যতই প্রশ্ন উঠুক, টিম ইন্ডিয়ার হেড কোচ পদে রবি শাস্ত্রীকেই ভোট দিয়ে রাখেন অধিনায়ক বিরাট কোহলি। তাঁর মতো দলের বাকি ক্রিকেটারারও রবি শাস্ত্রীকেই কোচ হিসেবে দেখতে চান বলেই শোনা যায়।

শাপে বর

শাপে বর

ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে সখ্যতাই রবি শাস্ত্রীকে আরও একবার টিম ইন্ডিয়ার কোচ হতে সাহায্য করেছে বলে মনে করা হচ্ছে। কপিল দেব নেতৃত্বাধীন ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির অন্যতম সদস্য অংশুমান গায়েকোয়াড়ের কথায়, রবি শাস্ত্রী যতটা কাছ থেকে দলটাকে চেনেন তাতে তাঁর ধারেকাছে কেউ নেই।

শাস্ত্রীর সাফল্য

শাস্ত্রীর সাফল্য

২০১৭ সালে দ্বিতীয় বারের জন্য ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হয়ে রবি শাস্ত্রীর সাফল্য কিন্তু চোখ ধাঁধাঁনো। পরিসংখ্যান বলছে, ২০১৭-র জুলাই থেকে শাস্ত্রীর কোচিংয়ে ২১টির মধ্যে ১৩টি টেস্ট, ৩৬টির মধ্যে ২৫টি টি-টোয়েন্টি ও ৬০টির মধ্যে ৪৩টি ওয়ান ডে জিতেছে টিম ইন্ডিয়া। বিরাট কোহলিরা ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে গেলেও তাঁদের পারফরম্যান্সকে প্লাস হিসেবেই ধরা হয়।

সিওসি-র মত

সিওসি-র মত

প্রাক্তন ক্যাগ প্রধান বিনোদ রাই নেতৃত্বাধীন কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর বা সিওসি কিন্তু টিম ইন্ডিয়ার কোচ পদে কোনও বিদেশিকে বসাতে রাজি ছিল না। কমিটির বক্তব্য ছিল, ভারতকে বিশ্বকাপ জেতানো গ্যারি কার্স্টেনের মতো কোনও ব্যক্তিত্ব আবেদন করলে একমাত্র তাঁর কথাই ভাবা যেতে পারে। অন্যথায় স্বদেশী কাউকে ভারতীয় ক্রিকেট দলের কোচ করার পক্ষপাতি ছিল সিওসি। তাদের একটা প্রভাব যে টিম ইন্ডিয়ার কোচ নির্বাচনে পড়েনি, তা কিন্তু বলা যায় না।

English summary
Ravi Shastri appointed Team India's head coach, Which are the factors
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X