For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৪০ মিনিটে পাক ক্রিকেটারের হৃদয় জিতে নিয়েছিলেন সৌরভ, তাঁর জন্য নিজে চা এনে দিয়েছিলেন!

একসময় দেশের অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেন। এখন দেশের ক্রিকেট বোর্ডের অধিনায়ক! তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়। আন্তর্জাতিক ক্রিকেটমহল যাঁকে চেনে 'প্রিন্স অফ ক্যালকাতা' বলে।

  • |
Google Oneindia Bengali News

একসময় দেশের অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেন। এখন দেশের ক্রিকেট বোর্ডের অধিনায়ক! তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়। আন্তর্জাতিক ক্রিকেটমহল যাঁকে চেনে 'প্রিন্স অফ ক্যালকাতা' বলে। সেই সৌরভের প্রশংসায় এবার পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সাকলিন মুস্তাক।

৪০ মিনিটে পাক ক্রিকেটারের হৃদয় জিতে নিয়েছিলেন সৌরভ, তাঁর জন্য নিজে চা এনে দিয়েছিলেন!

মুস্তাক ইউটিউব চ্যানেলে বলেছেন, সৌরভ বিনয় ও সকলকে আপন করে নেওয়ার উদাহরণ তৈরি করে গিয়েছে। সৌরভ প্রসঙ্গে প্রাক্তন পাক স্পিনার বলেন, 'ক্রিকেটার সৌরভ শুধু দারুণ অধিনায়কই নয়, দারুণ মনের মানুষও ছিলেন।দেশের অধিনায়ক হিসেবে ভারতকে অনেকদূর নিয়ে গিয়েছিল। আশা করি এবার বোর্ডের কর্তা হিসেবেও দারুণ কাজ করবে। '

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/rqPUxfOGWus" frameborder="0" allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

সঙ্গে মুস্তাক, সৌরভ কীভাবে তাঁর মন জয় করেছিলেন সেই নিয়ে মন্তব্য করেছেন। মুস্তাক বলেন, '২০০৪ সালে সৌরভ ওর দল নিয়ে ইংল্যান্ড সফরে এসেছিল। প্রস্তুতিতে সাসেক্সের বিরুদ্ধে ওর দল ম্যাচ খেলেছিল। সেই প্রস্তুতি ম্যাচে সৌরভ খেলিনি। অন্যদিকে আমি সাসেক্সের হয়ে খেলি। তার আগে আমার দুই হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল। ক্রিকেটে ফেরা নিয়ে বেশ হতাশ ছিলাম। সেইসময় চোটের পর আমি প্রত্যাবর্তন করেছিলাম। দল তখন প্রথমে ব্যাটিং করছে, আমি ব্যালকনিতে বসে ম্যাচ দেখছি।'

এখানেই না থেমে সাকলিন জুড়েছেন, 'আমাকে হতাশ দেখে সাসেক্সের ড্রেসিংরুমে আমার জন্য চা নিয়ে এসেছিল। এরপর আমার সঙ্গে আড্ডা দিতে বসে শরীরের খোঁজখবর নেয়। এরপর ৪০ মিনিট ধরে ক্রিকেট নিয়ে, জীবন নিয়ে আড্ডা দেয়। যারপর আমার জীবনদর্শন, হতাশা সব পাল্টে গিয়েছিল। সঙ্গে সঙ্গে ওকে বলেছিলাম তুমি আমার মন জিতে নিলে।'

English summary
Saqlain Mushtaq reveals Sourav Ganguly won his heart in 40 minutes&#13;
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X