For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতায় দিন-রাতের টেস্ট খেলবে বাংলাদেশ, আত্মবিশ্বাসী সৌরভ গঙ্গোপাধ্যায়

কলকাতায় দিন-রাতের টেস্ট খেলবে বাংলাদেশ, আত্মবিশ্বাসী সৌরভ গঙ্গোপাধ্যায়

  • |
Google Oneindia Bengali News

ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে দেশের প্রথম দিন-রাতের টেস্ট আয়োজন করা নিয়ে আত্মবিশ্বাসী বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। কোনও অঘটন না ঘটলে কলকাতায়, ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচ গোলাপী বলে খেলা হবে বলে পুরোপুরি নিশ্চিত মহারাজ।

কলকাতায় দিন-রাতের টেস্ট খেলবে বাংলাদেশ, আত্মবিশ্বাসী সৌরভ গঙ্গোপাধ্যায়

২২ নভেম্বর থেকে ইডেন গার্ডেন্সে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। ওই ম্যাচ দিন-রাতের করতে বিসিসিআই-র মাথায় বসার পর থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এ ব্যাপারে প্রথমে ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে কথা বলেন বিসিসিআই সভাপতি। মহারাজকে সবুজ সংকেত দেন ভিকে। এরপরেই দিন-রাতের টেস্ট নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেন মহারাজ।

বিসিসিআই সূত্রে খবর, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে ফোনে কথা বলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজ জানান, ইডেন গার্ডেন্সে ফ্রাড লাইটে গোলাপী বলে টেস্ট ক্রিকেট খেলতে প্রতিবেশী দেশ প্রায় রাজি। দেশের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে কথা বিসিবি এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিসিসিআই সভাপতি।

বিসিবি রাজি হলে ইডেন গার্ডেন্সে ভারত ও বাংলাদেশ টেস্ট নতুন ইতিহাস রচনা করতে চলেছে বলা চলে। ম্যাচের উদ্বোধনী দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে উপস্থিত থাকতে পারেন। সবকিছু ঠিকঠাক এগোলে ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়ন পিভি সিন্ধু ও বক্সিং-এ ছয় বারের বিশ্বজয়ী মেরি কমকে ইডেনে আমন্ত্রণ জানানো হবে বলেও জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। মায়াবী ইডেনে গোটা দেশকে তুলে আনতে বদ্ধপরিকর মহারাজ।

English summary
Sourav Ganguly is confident to host day-night test in Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X