For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরও একবার ঋষভ পন্থের হয়ে ব্যাট ধরলেন বিসিসিআই সভাপতি, কী বললেন মহারাজ

ইন্দোরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার মুখোমুখি ভারত। ম্যাচে কেমন খেলেন দেশের তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থ, সেদিকে তাকিয়ে গোটা দেশ।

  • |
Google Oneindia Bengali News

ইন্দোরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার মুখোমুখি ভারত। ম্যাচে কেমন খেলেন দেশের তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থ, সেদিকে তাকিয়ে গোটা দেশ। তারই মধ্যে আরও একবার ঋষভের পাশে দাঁড়িয়ে দেশের তরুণ তারকার মনোবল বাড়ালেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

ধোনির পরিবর্ত পন্থ

ধোনির পরিবর্ত পন্থ

লেজেন্ড মহেন্দ্র সিং ধোনির পরিবর্ত হিসেবে দেশের তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থকে দেখা হচ্ছে, তা প্রকাশ্যেই জানিয়েছেন বিসিসিআই-র নির্বাচকরা। তাই ক্রিকেটের সব ফর্ম্যাটে পন্থকে একাধিক সুযোগ দেওয়া হয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে পারেননি ঋষভ। উল্টে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে উইকেট ছুঁড়ে দিয়ে আউট হয়ে এবং উইকেটরক্ষকের দস্তানা হাতে ব্যর্থতার জেরে তাঁকে তীব্র সমালোচনা শুনতে হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ছন্দে

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ছন্দে

দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ছন্দে ফেরেন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের মাটিতে টেস্টে শতরান করা ঋষভ পন্থ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে দুর্দান্ত অর্ধ-শতরান আসে। সেই ছন্দ দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি জারি রাখতে পারেন কিনা, সেদিকে তাকিয়ে ক্রিকেট প্রেমীরা।

 পন্থ বিশেষ প্রতিভা

পন্থ বিশেষ প্রতিভা

ঋষভ পন্থের ব্যাড প্যাচ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভালো না খেললে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে পন্থ আদৌ থাকবেন কিনা, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া নির্বাচকদের কাজ বলে এড়িয়ে গিয়েছেন মহারাজ। শুধু বলেছেন, ভারতীয় ক্রিকেটে ঋষভ বিশেষ প্রতিভা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে-তে পন্থ যেভাবে ব্যাট করেছেন, তাতে তিনি মুগ্ধ বলে জানিয়েছেন বিসিসিআই সভাপতি।

গোলাপি বলে টেস্ট

গোলাপি বলে টেস্ট

বিসিসিআই সভাপতির চেয়ারে বসে নিজ গড় কলকাতার ইডেন গার্ডেন্সে দেশের প্রথম গোলাপি বলের টেস্ট সফলভাবে আয়োজন করে তাক লাগিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতরে দিন-রাতের টেস্টের জনপ্রিয়তা বাড়বে বলে বিশ্বাস করেন মহারাজ।

English summary
Sourav Ganguly says about Rishabh Pant talent
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X