For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের অধিনায়ক হলেন সৌরভ! করোনা যুদ্ধে নেতা সৌরভের পেপটক কী জেনে নিন

ফের অধিনায়ক হলেন সৌরভ! করোনা যুদ্ধে নেতা সৌরভের পেপটক কী জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

করোনা কালবেলায় ধুঁকছে বিশ্ব। যতদিন যাচ্ছে বিশ্বের প্রাণঘাতী ভাইরাস নিজের সাম্রাজ্য বিস্তার করে চলেছে। করোনার বিরুদ্ধে বিশ্বের এই লড়াইকে এবার ক্রিকেটের সঙ্গে তুলনা করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক ও বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাণঘাতী ভাইরাসের বিরুদ্ধে প্রথম দিন থেকে রাস্তায় নেমে অধিনায়কের মতো সামনে থেকে নেতৃত্ব দিয়ে কল্পতরু হয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সৌরভ। এবার পেপটকের মাধ্যমে দেশবাসীকে কঠিন সংকটে উজ্জীবিত করলেন মহারাজ।

বিশ্বে করোনা সংক্রমিতের সংখ্যা কত

বিশ্বে করোনা সংক্রমিতের সংখ্যা কত

মারণ ভাইরাসের জীবাণু লাফিয়ে লাফিয়ে বেড়ে বিশ্বের এখন ৩৫ লক্ষের বেশি মানুষ করোনা সংক্রমিত। ভারতে আক্রান্তের সংখ্যা এখন প্রায় ৪০ হাজার। সংকটজনক এই পরিস্থিতিতে চিন্তিত সৌরভ গঙ্গোপাধ্যায়। করোনা সংক্রমিত এই পরিস্থিতিকে ক্রিকেটের টেস্ট ম্যাচের কঠিন সেশনের সঙ্গে তুলনা করেছেন মহারাজ।

সৌরভের মত

সৌরভের মত

ভারতের প্রাক্তন অধিনায়কের করোনা সম্পর্কে মত, এখন কঠিন পিচে ধৈর্যের পরীক্ষা দেখানোর সময়। কঠিন পিচে টেস্ট খেলার মতোই দেশে এখন করোনা সংক্রমণে ভয়াবহ পরিস্থিতি।

কেন টেস্টের সঙ্গে তুলনা

কেন টেস্টের সঙ্গে তুলনা

টেস্ট ক্রিকেট মানেই ধৈর্যের পরীক্ষা। দিনের প্রথম সেশন বল ছাড়া একটা শিল্প। কোন বলটা ছাড়তে হবে আর কোন বলে রান নেওয়া যায়!দীর্ঘদিন ধরে লাল বলের ক্রিকেট খেলে সাধনা করে ক্রিকেটাররা টেস্ট খেলার ধৈর্য তৈরি করেন। এরপর চতুর্থ দিন থেকে স্পিনভেল্কি সামলানো। বল ছাড়া, ব্যাটে ঠেকানো, সবই ধৈর্যের বড় পরীক্ষা। করোনা লড়াইও অনেকটা টেস্ট ক্রিকেটের মতো ধৈর্যের পরীক্ষা বোঝাতে চাইলেন সৌরভ। যেখানে কঠিন পিচে ম্যাচ।ম্যাচ জিততে গেলে ধৈর্য ধরে সতর্ক -সচেতন ও পরিছন্ন থাকতে হবে মনে করছেন মহারাজ।

মহারাজ যা বলেছেন

মহারাজ যা বলেছেন

সৌরভ বলেন, 'এখন কঠিন পিচে কঠিন টেস্ট ম্যাচ চলছে। ক্রিকেটভক্তরা সবাই তো টেস্ট উপভোগ করেন। এটাও একটা টেস্ট। মানসিকতার লড়াই। বল সিমও করছে স্পিনও হচ্ছে। ব্যাটসম্যানের ভুল করার এখানে কোনও জায়গা নেই। এর কঠিন পরিস্থিতিতে উইকেটে টিঁকে থেকে ব্যাট হাতে ধীরে ধীরে স্কোরবোর্ড চালু রাখতে হবে। সবাই মিলে ধৈর্য দেখিয়ে রান করলে উইকেট বাঁচিয়ে আমরা কঠিন ম্যাচ জিতে দেখাব।'

করোনা রুখতে সৌরভের সাহায্য

করোনা রুখতে সৌরভের সাহায্য

রাজ্য ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনার পর সৌরভের বিসিসিআই করোনা রুখতে কেন্দ্রীয় ত্রাণ তহবিলে ৫১ কোটি দান করেছেন। সেই সঙ্গে রাজ্যে ৫০ লক্ষ টাকার চাল দিয়ে দুস্থ মানুষদের মুখে অন্ন তুলে দিয়েছেন সৌরভ। এরপর বেলুড় মঠে ২০০০ কেজি চাল দান করেছেন প্রাক্তন ক্রিকেট অধিনায়ক।

English summary
Sourav Ganguly says Current situation is like Test match on dangerous wicket
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X