For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৪৬ বছরে এমন পরিস্থিতি দেখেননি সৌরভ, দিলেন আইপিএল নিয়েও বার্তা

৪৬ বছরে এমন পরিস্থিতি দেখেননি সৌরভ, দিলেন আইপিএল নিয়েও বার্তা

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের জেরে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে বিশ্ব। স্বাভাবিক জনজীবন প্রায় অচল হয়েছে বলা চলে। এমন পরিস্থিতি তাঁর জীবনে আগে কোনওদিন আসেনি বলে জানালেন বিসিসিআই সভাপতি তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এহেন কঠিন পরিস্থিতিতে আদৌ আইপিএল আয়োজন করা সম্ভব কিনা, তা নিয়েও গুরুত্বপূ্র্ণ বার্তা দিয়েছেন মহারাজ।

করোনা ও লকডাউন

করোনা ও লকডাউন

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের বলি হয়েছেন এক লক্ষেরও বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা ১৭ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৭ হাজার পেরিয়েছে। মৃত্যু হয়েছে ২৫০ জনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে ঘোষিত লকডাউনের সময়সীমা বাড়িয়ে দিয়েছে সরকার। সেই মতো ঘরবন্দি রয়েছেন সাধারণ মানুষ থেকে ক্রীড়া ব্যক্তিত্বরা।

স্থগিত আইপিএল

স্থগিত আইপিএল

২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল চলতি বছরের আইপিএল। করোনা ভাইরাসের জেরে টুর্নামেন্ট পিছিয়ে ১৫ এপ্রিল থেকে শুরু হবে বলে জানিয়েছিল বিসিসিআই। লকডাউনের সময়সীমা বেড়ে যাওয়ায় এপ্রিলেও যে টুর্নামেন্ট শুরু করা যাবে না, তা নিশ্চিত হয়ে গিয়েছে।

এমন পরিস্থিতি আগে দেখেননি সৌরভ

এমন পরিস্থিতি আগে দেখেননি সৌরভ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ২০০৮ সালে। তারপর কেটে গিয়েছে ১২ বছর। বদলে গিয়েছে অনেক কিছু। এখন ৪৬-এ অবস্থান সৌরভ গঙ্গোপাধ্যায়ের। নিজের জীবনে তিনি এমন পরিস্থিতি আগে কখনও দেখেননি বলে জানালেন বিসিসিআই সভাপতি। এমন পরিস্থিতি ফের তৈরি হোক, তা বিশ্ববাসী চাইবেন না বলেও মনে করেন মহারাজ। তাঁর কথায়, এখন গোটা বিশ্বের ভাবনা, আগামী সপ্তাহে আরও কত মানুষ মরবেন। যা অবিশ্বাস্য বলে মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

ধৈর্য্য রাখতে বললেন সৌরভ

ধৈর্য্য রাখতে বললেন সৌরভ

একটানা এভাবে বাড়িতে বসে থাকা যে বেশ কঠিন কাজ, তা মেমে নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এহেন পরিস্থিতিতে নিজেকে এবং প্রতিবেশীদের সুস্থ রাখা মানুষের প্রাথমিক কর্তব্য বলে জানালেন বিসিসিআই সভাপতি। বললেন, করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলায় মানুষের সামনে ধৈর্য্য ধরা ছাড়া আর কোনও উপায় নেই।

আইপিএল নিয়ে সৌরভ

আইপিএল নিয়ে সৌরভ

সৌরভ গঙ্গোপাধ্যায় জানালেন, তাঁরা পরিস্থিতির ওপর নজর রাখছেন। এখন এ ব্যাপারে কিছুই বলা সম্ভব নয় বলেও জানালেন বিসিসিআই সভাপতি। এমন একটা সময়, যখন গোটা বিশ্ব স্তব্ধ, স্থগিত নয় বাতিল সব ক্রীড়া ইভেন্ট, সেখানে আইপিএল নিয়ে ভাবনা অনর্থক বলেও জানিয়েছেন সৌরভ। তাঁর কথায়, পরিস্থিতি যদি মে মাসেও ঠিক না হয়, তবে কোথা থেকে ক্রিকেটারদের আনা হবে, কীভাবে টুর্নামেন্ট সাজানো হবে। এই মুহূর্তে ক্রিকেটের থেকে মানুষের জীবন অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন মহারাজ। তবে আইপিএল নিয়ে সোমবার তিনি বিসিসিআই-র বাকি পদাধিকারিদের সঙ্গে বৈঠকে বসছেন বলেও জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

English summary
Sourav Ganguly shares his emotions on coronavirus, speaks on IPL
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X