For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লর্ডস ৯৬, অভিষেক টেস্টের আগে নিজের অনুশীলনের ছবি পোস্ট স্মৃতিমেদুর মহারাজের

লর্ডস ৯৬, অভিষেক টেস্টের আগে নিজের অনুশীলনের ছবি পোস্ট স্মৃতিমেদুর মহারাজের

  • |
Google Oneindia Bengali News

ফিরে দেখা ৯৬। ফিরে দেখা লর্ডস। ফিরে দেখা অভিষেক টেস্টেই শতরান। স্মৃতির সরণীতে ফিরলেন ভারতের অন্যতম সেরা ক্রিকেট অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ভাইরাল হলেন মহারাজ।

ভারত বনাম ইংল্যান্ড

ভারত বনাম ইংল্যান্ড

১৯৯৬ সালে ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হয়েছিল লর্ডসে। ওই ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের হয়ে টেস্টে অভিষেক ঘটেছিল সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রাহুল দ্রাবিড়ের। ম্যাচে আগে ব্যাট করে প্রথম ইনিসে ৩৪৪ রান তুলেছিল ইংল্যান্ড। জবাবে প্রথম ইনিংসে ৪২৯ রান তুলেছিল ভারত। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেট হারিয়ে ২৭৮ রান তুলেছিল ব্রিটিশরা। ম্যাচ অমীমাংসিত ভাবেই শেষ হয়েছিল।

সৌজন্যে সৌরভ ও দ্রাবিড়

সৌজন্যে সৌরভ ও দ্রাবিড়

প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ৩৪৪ রান তাড়া করতে নেমে ৫৯ রানে ২ উইকেট হারিয়ে ফেলেছিল ভারতীয় ক্রিকেট দল। দ্রুত সাজঘরে ফিরে গিয়েছিলেন সচিন তেন্ডুলকর, মহম্মদ আজহারউদ্দিন ও অজয় জাদেজা। কিন্তু ক্রিজের অন্য প্রান্ত আঁকড়ে ছিলেন নবাগত সৌরভ গঙ্গোপাধ্যায়। অভিষেক টেস্টে ৩০১ বলে ১৩১ রানের ঝকঝকে ইনিংস খেলে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন বঙ্গসন্তান। ম্যাচে দুটি উইকেটও নিয়েছিলেন মহারাজ। অন্যদিকে, মাত্র ৫ রানের জন্য শতরান হাতছাড়া করেছিলেন রাহুল দ্রাবিড়।

তৃতীয় টেস্টেও শতরান

তৃতীয় টেস্টেও শতরান

নটিংহ্যামে ভারত ও ইংল্যান্ডের মধ্যে হওয়া তৃতীয় টেস্টেও শতরান করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ২৬৮ বলে ১৩৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন মহারাজ। ৩৬০ বলে ১৭৭ রান করেছিলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। ওই ম্যাচেও ৩ উইকেট নিয়েছিলেন বর্তমান বিসিসিআই সভাপতি।

স্মৃতিমেদুর সৌরভ

করোনা ভাইরাসের জেরে ঘরবন্দি সৌরভ গঙ্গোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করে চলেছেন। এবার স্মৃতির সরণীতে ফিরে গেলেন মহারাজ। লর্ডসে অভিষেক টেস্ট খেলতে নামার আগে নিজের অনুশীলনের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন বিসিসিআই সভাপতি।

English summary
Sourav Ganguly shares throwback picture of his training at Lords before his test debut
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X