For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'গ্রেগ ভুল করেছিল!', কেরিয়ারের দ্বিতীয় ইনিংস নিয়ে অকপট সৌরভ

'গ্রেগ ভুল করেছিল!', কেরিয়ারের দ্বিতীয় ইনিংস নিয়ে অকপট সৌরভ

Google Oneindia Bengali News

প্রাক্তন ভারতীয় অধিনায়ক ও বর্তমানে দেশের ক্রিকেট বোর্ডে সমনদে থাকা সৌরভ গঙ্গোপাধ্যায়ই এককালে ভারতের কোচ হিসেবে গ্রেগ চ্যাপেলকে নিয়ে এসেছিলেন ভারতে। তবে তখন তিনি থোরাই জানতেন যে সৌরভের দল থেকে বাদ পড়ার পিছনে মূল কারণ হয়ে দাঁড়াবেন তাঁরই আনা এই কোচ!

গ্রেগ ভুল করেছিল!, কেরিয়ারের দ্বিতীয় ইনিংস নিয়ে অকপট সৌরভ

তবে মহারাজ কখনই চ্যালেঞ্জ থেকে পিছপা হননি। কাটা ঘায়ে নুনের ছেটা নিয়ে সৌরভ ফিরে গিয়েছিলেন ঘরোয়া ক্রিকেটে। সেখানে বস্তা বস্তা রান করার পর সেই গ্রেগই সৌরভকে দলে ফেরাতে বাধ্য হন। এবং জাতীয় দলে এসেও নিজের সেই ফর্ম জারি রেখেছিলেন প্রিন্স অফ ক্যাকলকাটা। এই বিষয়গুলি আমরা সবাই জানি। তবে সৌরভ সেই জানা বিষয়গুলি নিয়েই ফের মুখ খুললেন।

জাতীয় সংবাদমাধ্যকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ তাঁর কেরিয়ারের বিভান্ন পর্যায় নিয়ে কথা বলেন। নিজের মুখে বলেন কী করে দলে ফিরে এসে ২০০৭ সালে টেস্ট ক্রিকেটে ৬১-র গড়ে তিনি রান করেন। সঙ্গে ছিল ৪টি শতরানের ইনিংস। একদিনের ম্যাচেও ফিরতি ইনিংসে সৌরভ ৪৪-এর গড়ে রান করেন। সঙ্গে ছিল ১২টি অর্ধশতরান। এই সব অভিজ্ঞতাই ফের একবার দর্শকদের কাছে তুলে ধরলেন বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট।

সৌরভ বলেন, 'আমি দল থেকে বাদ পড়েও তা হজম করে নিয়েছিলাম, কারণ আমি জানতাম দলে আমি আবার ফিরবই। আমি নিজে জানতাম যে বাজে খেলার জন্য আমি দল থেকে বাদ পড়িনি। আমি শুধউ আমার হৃদয়কে অনুসরণ করেছি। সেই সময় আমার মন যদি আমায় বলত যেনা তোমার দারা আর হবে না, আমি তক্ষুণি ছেড়ে দিতাম। তবে আমার মন আমাকে সাহস যুগিয়েছিল। আর তাই আমি ফিরে এসেছিলাম।'

গ্রেগ সম্পর্কে সৌরভ বলেন, 'গ্রেগ যেটা করেছিল তা ভুল ছিল। তবে আমরা সবাই সেসব জিনিস পিছনে ফেলে এগিয়ে যাই। আর দেওয়ালে পিঠ ঠেকলেই অেক সময় একজন বড় খেলোয়াড় হওয়া যায়। আমি যখন দলে ফিরি আমি জানতাম রান করা ছাড়া দলে টিকে থাকা আমার জন্য অসম্ভব হবে। তো আমি তাই করেছিলাম।'

সৌরভ আরও বলেন, 'আমায় যখন দল থেকে বাদ দেওয়া হয় তখন আমি ভারতের জন্য ১০ বছর খেলে ফেলেছিলাম। ২০০-র বেশি ম্যাচে আমি দেশকে নেতৃত্ব দিয়ে ফেলেছিলাম। আমার বয়স তখন ৩৩ ছিল। কিন্তু ফিরতে পারায় আমি জানতাম যে আমি খেলতে পারি। আসলে, আমি খেলতে পারি কি না-র থেকেও গুরুত্বপূর্ণ কথা হল, আমি নিজে বিষয়ে কী মনে করি।'

English summary
sourav ganguly speask about greg chappell and about being dropped in 2005
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X