For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এনসিএ-তে রবি শাস্ত্রীর সংযুক্তি ঘটাতে উদ্যোগী সৌরভ গঙ্গোপাধ্যায়

এনসিএ-তে রবি শাস্ত্রীর সংযুক্তি ঘটাতে উদ্যোগী সৌরভ গঙ্গোপাধ্যায়

  • |
Google Oneindia Bengali News

দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে তাঁর সঙ্গে রবি শাস্ত্রীর সম্পর্ক যে ছিল আদায়-কাচকলায়, অতীতের বিভিন্ন ঘটনাই তার প্রমাণ। ধারাভাষ্যকারের ভূমিকায় মহারাজের ব্যাটিং-র সমালোচনাই হোক বা টিম ইন্ডিয়ার হেড কোচ পদে বসা নিয়ে দড়ি টানাটানি, সৌরভ ও শাস্ত্রী একে অপরের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করেছেন চিরকাল। তবে এবার যে পরিস্থিতি পরিবর্তন হতে চলেছে, তা দুই রথির কথাবার্তাতেই প্রমাণ হচ্ছে বারবার। বিসিসিআই সভাপতি হওয়ার পর সৌরভ গঙ্গোপাধ্যায়কে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁর ভূয়শী প্রশংসা করেছিলেন রবি শাস্ত্রী। পাল্টা হিসেবে একদা শত্রু তথা টিম ইন্ডিয়ার হেড কোচকেই ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে সংযুক্ত করার উদ্যোগ নিতে চলেছেন মহারাজ।

রাহুল দ্রাবিড়ের সঙ্গে বৈঠক

রাহুল দ্রাবিড়ের সঙ্গে বৈঠক

দুই দিন আগে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির সদর দফতর বেঙ্গালুরুতে যান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত রূপরেখা নিয়ে জাতীয় দলে তাঁর একদা সতীর্থ তথা এনসিএ প্রধান রাহুল দ্রাবিড়ের সঙ্গে সেখানে বৈঠক করেন মহারাজ। প্রায় দুই ঘণ্টা ধরে চলা বৈঠকে এনসিএ-র অন্যান্য আধিকারিকদের কথাও শোনেন সৌরভ।

এনসিএ-র কার্যপদ্ধতিতে খুশি

এনসিএ-র কার্যপদ্ধতিতে খুশি

ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-র কাজ করার ধরনে খুশি হয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। অবস্থান ও পরিকাঠামোর দিক থেকে এনসিএ তথা ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত উজ্জ্বল বলেই জানিয়েছেন মহারাজ। কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনকেও এনসিএ-র কর্মযজ্ঞে অংশ নেওয়ার আবেদন জানিয়েছেন বিসিসিআই সভাপতি। বলেছেন, ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির জন্য আরও বড় জায়গা দিতে প্রস্তুত বিসিসিআই।

সফল রবি শাস্ত্রী

সফল রবি শাস্ত্রী

অতীতের দ্বন্দ্ব ভুলে টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে রবি শাস্ত্রীর কাজের প্রশংসাই করেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বলেছেন, রবি শাস্ত্রীর কোচিংয়েই ২০১৭-র চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ও ২০১৯-র বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছয় ভারতীয় ক্রিকেট দল। এই ফলাফল আগামী দিনের জন্য আশাব্যঞ্জক বলেই জানিয়েছেন মহারাজ।

এনসিএ-তে শাস্ত্রী

এনসিএ-তে শাস্ত্রী

ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি তথা দেশের ক্রিকেটের উন্নয়নে টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রীর মূল্যবান পরামর্শ চেয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। আশ্বাস দিয়েছেন, প্রয়োজনে নতুন পদ্ধতি সৃষ্টি করে তার মাধ্যমে এনসিএ-র সঙ্গে সংযুক্ত করা হবে শাস্ত্রীকে। রাহুল দ্রাবিড়, পরশ মামরের সঙ্গে টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী ও বোলিং কোচ ভরত অরুণের সংমিশ্রণে এনসিএ-র চরিত্র অন্যরকম হবে বলেই বিশ্বাস করেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

English summary
Sourav Ganguly wants Ravi Shastri's inputs in National Cricket Academy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X