For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার জেরে লালা ছাড়াই বল সুইং করানোর মোক্ষম পরামর্শ লেজেন্ড শেন ওয়ার্নের

করোনার জেরে লালা ছাড়াই বল সুইং করানোর মোক্ষম পরামর্শ লেজেন্ড শেন ওয়ার্নের

  • |
Google Oneindia Bengali News

লালার ব্যবহার না করেও ক্রিকেট বলে সুইং বজায় রাখা সম্ভব বলে মনে করেন স্পিন লেজেন্ড শেন ওয়ার্ন। পরিস্থিতি থেকে বেরোনোর পথ খুঁজতে এক মোক্ষম পথ দেখিয়েছেন অস্ট্রেলিয় কিংবদন্তি। কী বললেন তিনি, জেনে নেওয়া যাক।

করোনা ভাইরাসের প্রভাব

করোনা ভাইরাসের প্রভাব

বিশ্বব্যাপী প্রায় সাড়ে ৩৬ লক্ষ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন আড়াই লক্ষেরও বেশি মানুষ। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা সহ সব ক্রিকেট খেলিয়ে দেশেই ব্যাপক প্রভাব বিস্তার করেছে মারণ ভাইরাস।

আইসিসি-র ভাবনা

আইসিসি-র ভাবনা

বিশেষজ্ঞরা জানিয়েছেন, মানুষের লালা এবং শ্লেষ্মা থেকে করোনা ভাইরাসের প্রভাব বিস্তারিত হয়। তাই ক্রিকেট মাঠে বল চকচকে করার জন্য লালা-র ব্যবহার নিষিদ্ধ করতে পারে আইসিসি। পরিবর্তে বলে সুইং-র জন্য কৃত্রিম পদার্থ ব্যবহার বৈধ করা হতে পারে।

ক্রিকেট মহলের বিরোধিতা

ক্রিকেট মহলের বিরোধিতা

যে বল টেম্পারিং-কে এতদিন নিষিদ্ধ ছিল, আইসিসি সেটটাকেই বৈধতা দিতে চাওয়ায়, অবাক হয়েছে ক্রিকেট বিশ্ব। কোনও কোনও প্রাক্তন ক্রিকেটার তো বলে লালার ব্যবহার আবশ্যিক বলে দাবি তোলেন।

শেন ওয়ার্নের পরামর্শ

শেন ওয়ার্নের পরামর্শ

লালার ব্যবহার বন্ধ হলেও ক্রিকেট বল সুইং করানো সম্ভব বলে মনে করেন অস্ট্রেলিয়ার প্রাক্তন স্পিনার শেন ওয়ার্ন। তাঁর পরামর্শ, ট্যাপড টেনিস বল কিংবা লন বলের মতো ক্রিকেট বলের একটা দিক অতিরিক্ত ভারী করে দেওয়া হোক। তাতে বল সবসময় সুইং করবে বলে মনে করেন কিংবদন্তি। বিশেষ করে ফ্ল্যাট পিচে এই পদ্ধতি দারুণ কার্যকর হবে বলে মনে করেন ওয়ার্ন।

English summary
Spin legend Shane Warne gives suggession to swinging cricket ball without saliva
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X