For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শ্রীসন্থ কি একেবারে সুবোধ বালক - আইপিএল স্পট-ফিক্সিং কাণ্ডে কী বলছে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ

স্পট ফিক্সিংয়ের বিষয়ে বিসিবিআইকে অবিলম্বে কেন জানাননি তাই নিয়ে বুধবার সুপ্রিম কোর্ট নির্বাসিত ক্রিকেটার এস শ্রীসন্থ-কে প্রশ্ন করল।
 

  • |
Google Oneindia Bengali News

বুধবার (৩০ জানুয়ারি), ফের আইপিএল স্পট ফিক্সিং সংক্রান্ত মামলায় আজীবন নির্বাসিত ক্রিকেটার এস শ্রীসন্থ-কে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখোমুখি হতে হল। তাঁকে স্পট ফিক্সিং-এর অফার দেওয়ার পরই তিনি কেন তা বিসিসিআই-কে জানাননি তাই নিয়ে প্রশ্ন তুলল শীর্ষ আদালত। আদালতের মতে শ্রীশান্ত একেবারে সুবোধ বালক নন। এই কুখ্যাত স্পট ফিক্সিং মামলায় তাঁর সব আচরণ সঠিক ছিল না।

শীশান্ত কি একেবারে সুবোধ বালক

২০১৩ সালে আইপিএল-এ স্পট ফিক্সিং কাণ্ডে নাম জড়ায় শ্রীসন্থের। যার জেরে তাঁকে আজীবন নির্বাসিত করে বোর্ড। এই নিয়ে তাঁর বিরুদ্ধে একটি ফৌজদারি মামলাও হয়েছিল। ২০১৫ সালে অবশ্য এক ট্রায়াল কোর্টের নির্দেশে সেই মামলার হাত থেকে অব্য়াহতি পান।

এরপরই আজীবন নির্বাসনের সিদ্ধান্তের বিরুদ্দে কেরল হাইকোর্টে মামলা করেছিলেন ৩৫ বছরের এই জোরে বোলার। তাঁণ দাবি ছিল, কোনও অবাধ কাজে জড়িয়েছিলেন এমন কোনও প্রমাণ তাঁর বিরুদ্ধে পাওয়া যায়নি। কিন্তু, সেখানে তাঁর নির্বাসনের সাজা বহাল রাখা হয়। এরপরই শীর্ষ আদালতে বিচারপতি অসোক ভূষণ ও বিচারপতি কেএম জোসেফের ডিভিশন বেঞ্চে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানান শ্রীসন্থ।

এরপর শীর্ষ আদালতের পর্যবেক্ষণ নিয়ে শ্রীশান্তের আইনজীবিকে জবাব দিতে বলা হয়েছে। মামলাটির পরবর্তী শুনানি হবে আগামী ২০ ফেব্রুয়ারি।

English summary
Supreme Court on Wednesday questioned banned cricketer S Sreesanth for not immediately informing BCCI about being approached for alleged spot-fixing. 
 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X