For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলকে হার মানাল করোনা সংকটের ব্যাট নিলাম!৪০ মিনিটে ২২ লক্ষ দর হাঁকলেন সানি লিওন!

আইপিএলকে হার মানাল করোনা সংকটের ব্যাট নিলাম!৪০ মিনিটে ২২ লক্ষ দর হাঁকলেন সানি লিওন!

  • |
Google Oneindia Bengali News

বিশ্বজুড়ে করোনা সংকট। ভাইরাসে মোকাবিলায় লড়ছে বিশ্ব। এই পরিস্থিতিতে সর্বত্রই প্রতিষ্ঠিত ব্যক্তিত্বরা আর্থিক সাহায্য দিয়ে করোনা ত্রাণের জন্য এগিয়ে এসেছেন। ব্যাট-জার্সি নিলাম করে ক্রিকেটার ত্রাণে সাহায্য করছেন। যেমনটা করেছেন বাংলাশের শাকিব ও মুশফিকুর। এবার মুশফিকুরের ব্যাটের নিলাম নিয়ে চূড়ান্ত নাটক!

টেস্টে বাংলাদেশের প্রথম দ্বিশতরানকারী

টেস্টে বাংলাদেশের প্রথম দ্বিশতরানকারী

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে মুশফিকুর রহিম প্রথম ক্রিকেটার যিনি টেস্টে ডবল সেঞ্চুরি করেন। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে গলে বাংলাদেশের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর দ্বিশতরান হাঁকান।

মহৎ কাজে ব্যাট নিলাম

মহৎ কাজে ব্যাট নিলাম

করোনা দুঃসময়ে দেশের মানুষের পাশে থাকতে সেই ব্যাট মহৎ উদ্দেশে নিলামে তোলেন মুশফিক। আর সেই ব্যাট কিনতেই আসরে হাজির সানি লিওন!

৪০ মিনিটে ব্যাটের দাম ২২ লক্ষ!

৪০ মিনিটে ব্যাটের দাম ২২ লক্ষ!

কোভিড-১৯ ভাইরাসে ক্ষতিগ্রস্ত ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের সাহায্য করতে মুশফিকের ব্যাটে নিলাম শুরু হয়। এরপর চল্লিশ মিনিটে ব্যাটের দাম ২২ লক্ষ টাকায় পৌঁছে যায়

ক্রেতা নাকি সানি লিওন

ক্রেতা নাকি সানি লিওন

নিলামে সানি লিওনের নাম ভাঁড়িয়ে অংশ নেওয়া এক ক্রেতা ২২ লক্ষ টাকা দাম হাঁকান। এরপরই নিলামে আয়োজকদের সন্দেহ হয়। আয়োজকরা বুঝতে পারেন, ভুয়া ক্রেতা এসে নিলামে ভিড় করেছে।

কীভাবে ভুয়ো ক্রেতার প্রবেশ

কীভাবে ভুয়ো ক্রেতার প্রবেশ

ডিজিট্যাল অনলাইন অকশনে অংশগ্রহণের কোনও শর্ত ছিল না। যে কেউ চাইলে অংশ নিতে পারতেন। আর এতেই সানি লিওনের নাম করে ভুয়ো ক্রেতা নিলামে অংশ নেন।

নিলাম বন্ধ

নিলাম বন্ধ

১০ মে অনলাইন নিলাম শুরুর পরই এই কাণ্ড ঘটায় নিলাম ঘন্টা দুয়েকে মধ্যে বন্ধ করে দেওয়া হয়। ব্যাটটি প্রাথমিক মূল্য ৬ লক্ষ টাকা রাখা ছিল।

৪০ মিনিটে কীভাবে ২২ লাখ

৪০ মিনিটে কীভাবে ২২ লাখ

নিয়ম অনুযায়ী নূন্যতম মূল্য থেকে ১০ হাজার টাকা করে বাড়িয়ে বিড করা যেত। কিন্তু সিস্টেমের তোয়াক্কা না করে ৪০ মিনিটে ২২ লাখ টাকা দর ওঠে। নিলাম থামিয়ে পরে পরীক্ষা করা হলে গাফিলতি ধরা পড়ে।

হরভজনের পর যুবরাজ, গুরু গ্রেগকে আক্রমণ আরও ভারতীয় লেজেন্ডেরহরভজনের পর যুবরাজ, গুরু গ্রেগকে আক্রমণ আরও ভারতীয় লেজেন্ডের

English summary
Sunny Leone Made Bid For Mushfiqur Rahim's Bat in Auction to raise fund for Corona
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X