For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রথম বাংলাদেশী হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে কোন রেকর্ড তামিম ইকবালের

প্রথম বাংলাদেশী হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে কোন রেকর্ড তামিম ইকবালের

  • |
Google Oneindia Bengali News

বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের নজির গড়লেন তামিম ইকবাল। রবিবার মীরপুরে হওয়া এক ম্যাচে বাংলাদেশের সেন্ট্রাল জোনের বিরুদ্ধে এই ৩৩৪ রান করে অপরাজিত থাকেন বাঁ-হাতি তামিম। ভেঙে দেন ১৩ বছরের পুরনো রেকর্ড।

প্রথম বাংলাদেশী হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে কোন রেকর্ড তামিম ইকবালের

২০০৭ সালে প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ত্রিশতরান করেছিলেন রাকিবুল হাসান। ৩১৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। রবিবার বাংলাদেশের ইস্ট জোনের হয়ে খেলার সময় সেই পুরনো রেকর্ড ভেঙে দেন তামিম ইকবাল। ৪২৬ বলে ৩৩৪ রান করেন বাংলাদেশের অভিজ্ঞ ওপেনিং ব্যাটসম্যান। তাঁর ইনিংস থেকে ৪২টি চার ও তিনটি ছক্কা এসেছে। তামিমের ব্যাটে ভর করে সেন্ট্রাল জোনের ২১৩ রানের জবাবে প্রথম ইনিংসে ২ উইকেট হারিয়ে ৫৫৫ রানে ডিক্লিয়ার দেয় ইস্ট জোন।

এই মুহূর্তে পাকিস্তান সফরে রয়েছে বাংলাদেশ। আর কয়েক দিন পরেই রাউলপিন্ডিতে দুই দলের মধ্যে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। ওই ম্যাচে তামিম ইকবাল বাংলাদেশের অন্যতম শক্তি হতে চলেছে বলা চলে। উল্লেখ্য বাংলাদেশ ক্রিকেট দলের ভারত সফর থেকে নিজেই সরে দাঁড়িয়েছিলেন তামিম ইকবাল।

English summary
Tamim Iqbal hits 334 not out in first class cricket
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X