For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বোর্ড সভাপতির ঘরের মাঠ ইডেনে দিন-রাতের টেস্ট, কলকাতায় আসার আগে পুজোয় বসলেন রবি শাস্ত্রী


 ইন্দোরে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট এক ইনিংস ও ১৩০ রানে জিতেছে ভারত। মাত্র তিন দিনে শেষ হয়েছে খেলা। সিরিজের দ্বিতীয় টেস্ট ২২ নভেম্বর শুরু হচ্ছে কলকাতার ইডেন গার্ডেন্সে।

  • |
Google Oneindia Bengali News

ইন্দোরে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট এক ইনিংস ও ১৩০ রানে জিতেছে ভারত। মাত্র তিন দিনে শেষ হয়েছে খেলা। সিরিজের দ্বিতীয় টেস্ট ২২ নভেম্বর শুরু হচ্ছে কলকাতার ইডেন গার্ডেন্সে। যেটি আবার দেশের প্রথম দিন রাতের টেস্ট। তার ওপর খেলায় বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঘরের মাঠে। তাই কলকাতায় উড়ে যাওয়ার আগে ইন্দোরেই গোলাপি বলে অনুশীলন সেরে নিচ্ছে ভারতীয় দল। তাঁরই এক ফাঁকে মধ্যপ্রদেশের বিখ্যাত মহাকালেশ্বর মন্দির ঘুরেও এলেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী। শুধু ঘুরে আসাই নয়, একেবারে সাধারণ ভক্তদের মতো পুজো-প্রার্থনাও করতে দেখা গেল তাঁকে। কলকাতায় আসার আগে কী প্রার্থনা করলেন তিনি?

বোর্ড সভাপতির ঘরের মাঠ ইডেনে দিন-রাতের টেস্ট, কলকাতায় আসার আগে পুজোয় বসলেন রবি শাস্ত্রী

ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হতে চলা দেশের প্রথম দিন-রাতের টেস্ট নিয়ে ক্রিকেট মহলের আগ্রহ যখন তুঙ্গে, ঠিক তখনই মধ্যপ্রদেশের মহাকালেশ্বর মন্দিরের খালি গায়ে মালা পরে পুজো দিতে দেখা যায় রবি শাস্ত্রী। জনৈক কেউ সেই মুহূর্তের ভিডিওটি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। সেটি ভাইরাল হয়। টিম ইন্ডিয়ার হেড কোচের এই ভক্তি দেখে কেউ বলেন, দিন-রাতের টেস্টে বিরাট কোহলিদের সাফল্য নিশ্চিত করতেই ভগবানের আরাধনায় মেতেছেন শাস্ত্রী। কেউ আবার মসকরা করে বলেছেন, একদা শত্রু বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের শহরে যাওয়ার আগে রক্ষাকবচ বেঁধে নিচ্ছেন রবি শাস্ত্রী।

<blockquote class="twitter-tweet blockquote"><p lang="et" dir="ltr">Ravi Shastri offered prayers at the Mahakaleshwar temple Ujjain <a href="https://twitter.com/hashtag/INDvBAN?src=hash&ref_src=twsrc%5Etfw">#INDvBAN</a> <a href="https://twitter.com/RaviShastriOfc?ref_src=twsrc%5Etfw">@RaviShastriOfc</a> <a href="https://t.co/SS3K5QR3SS">pic.twitter.com/SS3K5QR3SS</a></p>— Manoj Khandekar (@manojkhandekar) <a href="https://twitter.com/manojkhandekar/status/1196073159377580038?ref_src=twsrc%5Etfw">November 17, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে দেশের প্রথম দিন-রাতের টেস্ট। কেমন হবে এই ম্যাচ, তা নিয়ে জল্পনা তুঙ্গে। যদিও তিনি ও তাঁর দল যে গোলাপি বলে বাংলাদেশের মুখোমুখি হওয়ার জন্য মুখিয়ে আছেন, তা অকপটে জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। দিন-রাতের টেস্ট ম্যাচকে ইতিবাচক হিসেবে নিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রবি শাস্ত্রীও।

English summary
Team India coach Ravi Shastri offers prayers before day-night test
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X