For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৯ ইনিংসে শতরান শূণ্য, বিরাট কোহলিকে নিয়ে আশঙ্কিত ক্রীড়া জগৎ

১৯ ইনিংসে শতরান শূণ্য, বিরাট কোহলিকে নিয়ে আশঙ্কিত ক্রীড়া জগৎ

  • |
Google Oneindia Bengali News

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে টি-টোয়েন্টি এবং ওয়েন ডে-তে ব্যর্থ হওয়ার পর, টেস্টেও কথা বলল না টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির ব্যাট। সমর্থকদের প্রশ্ন, তবে কি ব্যাডপ্যাচের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি? তার চেয়েও হতাশাজনক বলে মনে হচ্ছে পরিসংখ্যানবিদদের দেওয়া তথ্য।

বিরাটের ব্যাডপ্যাচ

বিরাটের ব্যাডপ্যাচ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সবমিলিয়ে মাত্র ১০৫ রান করতে সক্ষম হন বিরাট কোহলি। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ভারত অধিনায়কের ব্যাট থেকে এসেছে মাত্র ৭৫ রান। সীমিত ওভারে ব্যর্থ হলেও বিরাট টেস্টে জ্বলে উঠবেন বলে আশা করেছিলেন ক্রিকেট প্রেমীরা।

টেস্টেও ব্যর্থ বিরাট

টেস্টেও ব্যর্থ বিরাট

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে মাত্র ২ রান করে আউট হন বিরাট কোহলি। নিউজিল্যান্ডের তরুণ ফাস্ট বোলার কেইল জেমিয়েসনের বলে ক্যাচ আউট হন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

বিরাটের শেষ শতরান

বিরাটের শেষ শতরান

২০১৯ সালের নভেম্বরে পুনেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে দ্বিশতরান করেছিলেন বিরাট কোহলি। গত ডিসেম্বরে কলকাতার ইডেন গার্ডেন্সে হওয়া দেশের প্রথম গোলাপি বলের টেস্টেও ১৩৬ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। তারপর থেকে টানা ১৯টি আন্তর্জাতিক ইনিংসে বিরাটের ব্যাট থেকে কোনও শতরান আসেনি বলে জানিয়েছেন পরিসংখ্যানবিদরা। তার মধ্যে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি, ওয়ান ডে এবং নিউজিল্যান্ডের মাটিতে সীমিত ওভারের সিরিজও অন্তর্ভূক্ত রয়েছে। সবমিলিয়ে শেষ ১৯ ইনিংসে বিরাটের ব্যাট থেকে মাত্র ৬টি অর্ধশতরান এসেছে।

বিরাটের ব্যর্থতা

বিরাটের ব্যর্থতা

পরিসংখ্যানবিদরা জানাচ্ছেন যে বিরাট কোহলির কেরিয়ারে প্রথম ব্যাডপ্যাচ আসে ২০১১ সালে। সে বছরের ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বরে ২৪টি আন্তর্জাতিক ইনিংসে শতরানহীন ছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। তিন বছর পর বিরাটের কেরিয়ারে ফের নিম্নমুখী হয়েছিল গ্রাফ। ২০১৪-র ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ২৫টি আন্তর্জাতিক ইনিংসে শতরান ছাড়াই কাটিয়েছিলেন ভিকে। তার মধ্যে ইংল্যান্ডের মাটিতে পাঁচটি টেস্টে বিরাটের মাত্র ১৩৪ রান অন্তর্ভূক্ত রয়েছে। তার নিরিখে টিম ইন্ডিয়ার অধিনায়কের চলতি ব্যাডপ্যাচ তালিকার তিন নম্বর স্থানে রয়েছে।

English summary
Virat Kohli's worst away run continue since 2014
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X