For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বল বিকৃতির অভিযোগে সাসপেন্ড এই ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান

বল বিকৃতির অভিযোগে সাসপেন্ড এই ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান

  • |
Google Oneindia Bengali News

ওয়েস্ট ইন্ডিজের বাঁ-হাতি ব্যাটসম্যান নিকোলাস পুরানকে বল বিকৃতির অভিযোগে চার ম্যাচের জন্য সাসপেন্ড করেছে আইসিসি। অভিযোগ, আইসিসি-র কোড অফ কনডাক্টের লেভেল তিনের অন্তর্গত অপরাধ করেছেন এই ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার। গুরুতর অপরাধ করে শাস্তি পাওয়া নিকোলাস তাঁর জাতীয় দলের সতীর্থ, সমর্থক ও আফগানিস্তান দলের কাছে ক্ষমা চেয়েছেন।

বল বিকৃতির অভিযোগে সাসপেন্ড এই ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান

আইসিসি জানিয়েছে, লখনৌ-র একানা স্টেডিয়ামে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে হওয়া তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ চলার সময় এই অপরাধ করেছেন নিকোলাস পুরান। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ ৫ উইকেটে জেতে ওয়েস্ট ইন্ডিজ। ওই ম্যাচেই ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার নিকোলাস পুরান বল বিকৃতি করেন বলে জানিয়েছে আইসিসি। পুরানের কার্যপদ্ধতি ক্যামেরায় ধরা পড়ে।

আইসিসি-র মডেল কোড অফ কনডাক্টের ২.১৪ ধারায় নিকোলাস পুরানকে দোষী মানা হয়। নিজের অপরাধ কবুল করেন ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার। তাই তাঁকে নূন্যতম অর্থাৎ আগামী চার ম্যাচের জন্য সাসপেন্ড করে আইসিসি। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের আগামী চারটি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিতে পারবেন না নিকোলাস পুরান।

<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">West Indies batsman Nicholas Pooran suspended for four games.<br><br>Details:<a href="https://t.co/m06mWt791N">https://t.co/m06mWt791N</a></p>— ICC (@ICC) <a href="https://twitter.com/ICC/status/1194541411871399936?ref_src=twsrc%5Etfw">November 13, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

যদিও নিজের এই কাজের জন্য সকলের কাছে সর্বান্তকরণে ক্ষমা চেয়েছেন নিকোলাস পুরান। আইসিসি-র দেওয়া শাস্তি তিনি মাথা পেতে নিয়েছেন। পুরান বলেছেন, এমন কাজ তিনি আর করবেন না। এই ভুল থেকে শিক্ষা নিয়ে তিনি আগামী দিনে আরও দক্ষ ক্রিকেটার হয়ে উঠবেন বলে জানিয়েছেন নিকোলাস পুরান।

English summary
West Indian Nicholas Pooran suspended for four match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X