For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জানেন কি অধিনায়ক সৌরভের পোশাক-পদ্ধতি পরিবর্তনে কেন উদ্যোগী ছিলেন যুবরাজ

জানেন কি অধিনায়ক সৌরভের পোশাক-পদ্ধতি পরিবর্তনে কেন উদ্যোগী ছিলেন যুবরাজ

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক থাকাকালীন যুবরাজ সিং, হরভজন সিং, বীরেন্দ্র শেহওয়াগ, জাহির খান, মহম্মদ কাইফের মতো তরুণ ক্রিকেটারদের (পরবর্তীকালে মহীরূহ) উত্থানে বড় ভূমিকা নেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজের বন্ধুত্ব সুলভ আচরণ এবং সাহায্য ভোলেননি তাঁরা কেউই। সেরকমই এক সুখ-স্মৃতির কথা তুলে ধরলেন লেজেন্ড যুবরাজ সিং।

কাইফ ও যুবরাজের কথোপকথন

কাইফ ও যুবরাজের কথোপকথন

করোনা ভাইরাসের জন্য বন্ধ রয়েছে ক্রিকেট। এমতাবস্থায় জাতীয় দলের প্রাক্তন সতীর্থ মহম্মদ কাইফের সঙ্গে লাইভ চ্যাটে কথোপকথনে সামিল হন যুবরাজ সিং। তাঁদের আলোচনায় টিম ইন্ডিয়ার পুরনো সময়ের কথা উঠে আসে।

সহজ-সরল সৌরভের

সহজ-সরল সৌরভের

যুবরাজ সিং জানিয়েছেন, তিনি সহ অন্যান্য তরুণ ক্রিকেটাররা যখন ভারতীয় দলে খেলার সুযোগ পেয়েছিলেন, অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে শুরুতে সমঝে চলতেন। এতবড় নাম, তার ওপর ভারতীয় দলের অধিনায়ক, ওজন থাকা স্বাভাবিক বলে মনে করেন যুবরাজ। কিন্তু যত সময় গিয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায় ততই তরুণ ক্রিকেটারদের বন্ধু হয়ে উঠেছিলেন বলে জানিয়েছেন যুবি। সম্পর্ক এতটাই নিবিড় হয়ে গিয়েছিল যে সৌরভকে নিয়ে মসকরা করতেও ছাড়তেন না যুবরাজ-ভাজ্জিরা।

সৌরভের পোশাক

সৌরভের পোশাক

তবে টিম ইন্ডিয়ার অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের পোশাক মোটেই পছন্দ ছিল না যুবরাজ সিং-র। কাইফের সঙ্গে কথোপকথনে যুবি জানিয়েছেন যে একদিন তিনি সৌরভকে বলেই ফেলেন পোশাক-পদ্ধতি পরিবর্তন করতে। উত্তরে মহারাজ নাকি বলেছিলেন, 'থাক না! কী এসে যায়!'

সৌরভই সেরা

সৌরভই সেরা

সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই ভারতীয় দলে খেলার সুযোগ পান যুবরাজ সিং। পরে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বেও খেলেন তিনি। কিন্তু মহারাজই যে তাঁর কাছে ফেভারিট, তা সাফ জানিয়েছেন ভারতের প্রাক্তন অল রাউন্ডার।

English summary
Yuvraj Singh adviced Sourav Ganguly about his dress-code
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X