For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতাকে চিঠি দিলেন ইনফান্তিনো, জুরিখ পৌঁছে এই বার্তা ফিফা প্রেসিডেন্টের

জুরিখ পৌঁছে ফিফা সভাপতি ইনফান্তিনোকে চিঠি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

কলকাতা ও মমতা বন্দোপাধ্যায়ে মজে জিয়ানি ইনফানন্তিনো। জুরিখে পৌঁছেই তাই বার্তা পাঠিয়ে দিলেন ফিফা প্রেসিডেন্ট।

মমতাকে চিঠি দিলেন ইনফান্তিনো,এই বার্তা ফিফা প্রেসিডেন্টের

কলকাতায় এসেই বুঝেছিলেন, ফুটবলের প্রতি কলকাতার টান। । যেভাবে একদিনের নোটিশে গুয়াহাটি থেকে সেমিফাইনাল কলকাতায় সরে আসার পর সফল হয়েছে প্রথমে তাতে চমকে গিয়েছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফানন্তিনো। তারপর ফাইনালের আগে কলকাতায় এসে মুখ্যমন্ত্রীর আতিথেয়তা ও বাঙালিদের ফুটবল প্রেম দেখে তিনি অভিভূত। তাই জুরিখ পৌঁছে ফিফা সভাপতি চিঠি দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুর্নিশ জানিয়েছেন।

মমতাকে চিঠি দিলেন ইনফান্তিনো,এই বার্তা ফিফা প্রেসিডেন্টের

নবান্নে তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক বিবেক কুমার সেই চিঠির পৌঁছনোর সুসংবাদ দেন। চিঠিতে ইনফান্তিনো মনিজের মুগ্ধতার কথা জানিয়েছেন। যুব বিশ্বকাপের আয়োজন, যুবভারতীর পরিকাঠামো, সবকিছুর জন্যই পশ্চিমবঙ্গ সরকারের প্রশস্তি করেছেন তিনি।

মমতাকে চিঠি দিলেন ইনফান্তিনো,এই বার্তা ফিফা প্রেসিডেন্টের

মমতাকে চিঠি দিলেন ইনফান্তিনো,এই বার্তা ফিফা প্রেসিডেন্টের

নবান্নের আধিকারিকের বয়ানে মমতা বন্দ্যোপাধ্যায় যে ফসল বুনেছিলেন তাই ফল দিল এত সুন্দরভাবে ।

ভারতের ফুটবলের উন্নতিতে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন ফিফা সভাপতি। তাঁর আরও ভাল লেগেছে, ফুটবল উৎকর্ষ কেন্দ্র তৈরির জন্য যেভাবে মুখ্যমন্ত্রী ১৫ একর জমি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন, তা দেখে। ইনফ্যান্টিনোও জানিয়েছেন, রাজারহাটে ওই উৎকর্ষ কেন্দ্র তৈরির জন্য ফিফাও ১১ মিলিয়ন ডলার দেবে । যা ভারতীয় মুদ্রায় প্রায় ৭১ কোটি টাকা। সব ঠিক চললে পশ্চিমবঙ্গে যদি ফুটবল হাব হয় তাহলে এই বরাদ্দ এখানেই আসবে।

English summary
Gianni Infantino writes letter to Mamata Banerjee as a token of appriciation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X