For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শৈলেন মান্নার নামে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের নামকরণ মমতা বন্দ্যোপাধ্যায়ের

শৈলেন মান্নার নামে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের নামকরণ মমতা বন্দ্যোপাধ্যায়ের

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের আতঙ্কেই 'খেলরত্ন' অনুষ্ঠান আয়োজন করাই শুধু নয়, কিংবদন্তি শৈলেন মান্নার নামে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের নামকরণও করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কাজ দ্রুত সম্পন্ন করার জন্য রাজ্য সরকারের সংশ্লিষ্ট দফতরে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আইলিগ জয়ের জন্য মোহনবাগানকে অভিনন্দন জানানোর পাশাপাশি শতবর্ষে পদার্পণ করা ইস্টবেঙ্গলকেও শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শৈলেন মান্নার নামে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের নামকরণ মমতা বন্দ্যোপাধ্যায়ের

করোনোর প্রভাব থেকে বাঁচতে দেশে বড় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। তা অবজ্ঞা করেই শুক্রবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 'খেলরত্ন' পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান নির্ধারিত থাকায় তাঁরা তা বাতিল করতে পারেনি বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুক্রবারের অনুষ্ঠানে ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডান স্পোর্টিং-সহ ময়দানের একাধিক ক্লাবের প্রাক্তন ফুটবলাররা হাজির ছিলেন। এদিনের অনুষ্ঠানে তাঁদের সম্বর্ধনা দেয় রাজ্য সরকার। কলকাতার তিন বড় ক্লাবকে ৫০ লাখ টাকা করে দেওয়া হয়েছে। ভারতীয় ফুটবলে এই তিন ক্লাবের অবদান অনস্বীকার্য বলেও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে এটিকে-র সঙ্গে মোহনবাগানের সংযুক্তিকরণেরও প্রশংসা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। করোনা ভাইরাসের মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে হওয়া ক্রীড়া ইভেন্ট কীভাবে আয়োজন করা হবে, তা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

English summary
Mamata Banerjee announces Dumurjola Stadium to be named on legend Sailen Manna
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X