For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্রিস্টমাসের আগেই চাকরি গেল 'দ্য স্পেশাল ওয়ান'-এর! ম্য়ান ইউয়ের নতুন কোচ নিয়ে জল্পনার অবসান

হোসে মোরিনহোর ক্লাব ছাড়ার কথা ঘোষণা করল ম্য়াঞ্চেস্টার ইউনাইটেড।
 

  • |
Google Oneindia Bengali News

ক্রিস্টমাসের ঠিক আগেই কাজ হারালেন 'দ্য স্পেশাল ওয়ান' হোসে মোরিনহো। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) এক বিবৃতি দিয়ে ম্য়াঞ্চেস্টার ইউনাইটেড ক্লাবের তরফ থেকে জানানো হয় মোরিনহো ক্লাবের সঙ্গে সম্পর্ক ত্য়াগের কথা। ক্লাবের ম্য়ানোর হিসেবে থাকাকালীন তিনি যে কাজ করেছেন, তার জন্য ম্য়ান ইউ তাঁকে ধন্যবাদ জানিয়েছে। তাঁর ভবিষ্যতের জন্য শুভকামনাও করেছে ইপিএল-এর ক্লাবটি।

ক্রিস্টমাসের আগেই চাকরি গেল দ্য স্পেশাল ওয়ান-এর

সেই সঙ্গে ক্লাবের তরফে একথাও জানানো হয়েছে, পরবর্তী কোচ বা ম্যানেজার বাছাইয়ের ক্ষেত্রে তারা কোনও তাড়াহুড়ো করতে চায় না। এখনই মোরিনহোর বদলি কোনও পূর্ণ সময়ের কোচ না নিয়োগ করে ক্লাব আপাতত একজন নতুন কেয়ারটেকার ম্যানেজার নিয়োগ করবে। এই মরসুমের শেষ পর্যন্ত তিনিই কাজ চালাবেন। পরের মরসুমের শুরুর আগেই পরের পূর্ণ সময়ের ম্যানেজারকে বেছে নেবে ম্যান ইউনাইটেড।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Manchester United has announced that Jose Mourinho has left the Club. <br><br>We would like to thank him for his work during his time at Manchester United and wish him success in the future. <a href="https://twitter.com/hashtag/MUFC?src=hash&ref_src=twsrc%5Etfw">#MUFC</a></p>— Manchester United (@ManUtd) <a href="https://twitter.com/ManUtd/status/1074964051741032448?ref_src=twsrc%5Etfw">December 18, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

গত রবিবার (১৬ ডিসেম্বর) লিভারপুলের বিরুদ্ধে ৩-১ গোলে হারার পরই মোরিনহোর বিদায়ের পটভূমিটা তৈরি হয়ে গিয়েছিল। পল পোগবার মতো বেশ কয়েকজন ফুটবলারও তাঁর বিরুদ্ধে ছিলেন। তা সত্ত্বেও মনে করা হয়েছিল সামনের কয়েকটি ম্য়াচ হয়ত তাঁকে দেখা হবে। কিন্তু, তার আগেই ক্লাবের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেল মোরিনহোর।

চলতি মরসুমের গোড়াতেও মোরিনহোর আসন টলমল ছিল। কিন্তু সেই সময় তিনি টিকে গিয়েছিলেন। কিন্তু এইবার আর শেষ রক্ষা হল না। চুক্তি অনুযায়ি মোরিনহোকে বিদায় জানানোর জন্য, ম্য়াঞ্চেস্টার ইউনাইটেডকে তাঁর এক বছরের মাইনে হিসেবে ১৮ মিলিয়ন ইউরো দিতে হয়েছে।

জিনেদিন জিদান থেকে মরিচিও পোচেত্তিনো - অনেকের নামই ম্য়াঞ্চেস্টার ইউনাইটেডের পরবর্তী কোচের আলোচনায় রয়েছে। তবে এই মরসুমটা কেয়ারটেকার কোচ হিসেবে চালানো হবে ঘোষণা করায় আপাতত সহকারি কোচ মাইকেল ক্য়ারিকই কেয়ারটেকার কোচ হিসেবে কাজ করবেন বলে মনে করে হচ্ছে।

English summary
Manchester United has announced that Jose Mourinho has left the Club. &#13;
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X