For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পদ্মশ্রী' সুনীল সম্মানিত, তবে নার্ভাস! পুরস্কার কি বদলে দেবে তাঁকে, মুখ খুললেন সমালোচনা নিয়েও

পদ্মশ্রী খেতাবে পাওয়ার পর সুনীল ছেত্রি জানিয়েছেন তিনি এতে সম্মানিত বোধ করছেন কিন্তু সেই সঙ্গে এই পুরস্কারে তিনি কিছুটা নার্ভাসও।
 

  • |
Google Oneindia Bengali News

প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ঘোষণা করা হয়েছে পদ্ম পুরষ্কার প্রাপকদের নাম। পর্বতারোহী বাচেন্দ্রী পাল পদ্মভূষণ পেয়েছেন। এছাড়া ক্রিকেটার গৌতম গম্ভীর, কুস্তিগীর বজরং পুনিয়ার মতো আরও ৭জন ক্রীড়াবিদের সঙ্গে পদ্মশ্রী খেতাবের জন্য মনোনীত হয়েছেন আন্তর্জাতিক ম্য়াচে ভারতের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা সুনীল ছেত্রি। ২০১১ সালে তিনি অর্জুন পুরস্কার পেয়েছিলেন।

ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী। সুনীলের আগে হাতে গোনা কয়েকজন ফুটবলরই এই খেতাব পেয়েছেন। প্রয়াত গোষ্ট পাল ও শৈলেন মান্না ছাড়া প্রদীপকুমার বন্দোপাধ্যায়, চুনী গোস্বামী ও বাইচুং ভুটিয়া পদ্মশ্রী পেয়েছেন। পদ্মশ্রী প্রাপ্তির খবরের পর সুনীল জানিয়েছেন তিনি অত্যন্ত সম্মানিত। কিন্তু, এই পুরস্কার প্রাপকদের তালিকায় থাকা বড় বড় ফুটবলারদের নামের তালিকাটা দেখে কিছুটা নার্ভাসও হয়ে পড়ছেন।

অনুভব হয়নি

অনুভব হয়নি

সুনীল জানিয়েছেন এই সম্মান প্রাপ্তির বিষয়টা এখনও তিনি পুরোপুরি হজম করে উঠতে পারেননি। এই মুহূর্তে শুধুই আনন্দের অনুভূতি রয়েছে। ঠিক কেমন লাগছে তা বুঝে উঠে সময় লাগবে। তবে তিনি জানান তাঁর চেয়েও খুশি তাঁর কাছের লোকেরা। আর তাদের আনন্দ দিতে পারাতেই তাঁর খুশি।

এই সম্মান সমর্থকদেরও

এই সম্মান সমর্থকদেরও

সুনীল তাঁর এই সম্মান পরিবারের সদস্যদের সঙ্গে সঙ্গে পুরো ভারতীয় ফুটবল মহল, তাঁর সতীর্থদের এবং অবশ্যই সমর্থকদের উৎসর্গ করেছেন। সমর্থকরাই ভারতীয় ফুটবলের ভিত বলে মনে করেন তিনি।

সমালোচনা নিয়ে

সমালোচনা নিয়ে

সমালোচকদের তিনি তাঁর 'শুভাকাঙ্খী', 'প্রকৃত বন্ধু' বলেছেন। শুধু ভাল কথা যারা বলে, তাদের তিনি প্রকৃত বন্ধু মনে করেন না।

 তালিকা দেখে নার্ভাস

তালিকা দেখে নার্ভাস

সুনীল জানিয়েছেন, তাঁর আগের পদ্মশ্রী প্রাপ্ত ফুটবলারদের মধ্যে একমাত্র বাইচুং ভুটিয়ার সঙ্গে খেলেছেন তিনি। বাকিদের সম্পর্কে শুধুই পড়েছেন। এঁরা প্রত্যেকেই কিংবদন্তি। এঁদের সঙ্গে এক তালিকায় আসতে পেরে তিনি সম্মানিত, আবার তাঁর গায়ের লোম খাঁড়াও হয়ে যাচ্ছে।

পুরস্কার কি তাঁকে বদলে দেবে?

পুরস্কার কি তাঁকে বদলে দেবে?

সুনীল জানিয়েছেন এই সব প্রবাদ প্রতীমদের সঙ্গে এক তালিকায় আসায় ফুটবলার হিসেবে তাঁর দায়িত্ব আরও বেড়ে গিয়েছে। তবে তার জন্য কঠোর পরিশ্রমই একমাত্র পথ। পরিশ্রম না করলে কোনও পুরস্কার ফুটবলার হিসেবে তাঁকে উন্নত করতে পারবে না। তবে এই পুরস্কার অবশ্যই তাঁকে আরও পরিশ্রম করার অনুপ্রেরণা জোগাবে।

English summary
Sunil Chhetri felt honoured after being conferred with Padma Shri but the award makes him a bit nervous.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X