For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোনাল্ডোর দেশের শহরে উপেক্ষিত হয়েছিলেন, অজানা কথা জানালেন সুনীল

রোনাল্ডোর দেশের শহরে উপেক্ষিত হয়েছিলেন, অজানা কথা জানালেন সুনীল

  • |
Google Oneindia Bengali News

আট বছর আগের কথা, অতীতের উপেক্ষা আজও তাড়িয়ে বেরায়! বললেন ভারতীয় ফুটবল দুনিয়ার অন্যতম সেরা স্ট্রাইকার ও দেশের সর্বোচ্চ গোলদাতা সুনীল ছেত্রী।

রোনাল্ডোর দেশের শহরে উপেক্ষিত হয়েছিলেন, অজানা কথা জানালেন সুনীল

আজ দেশের জার্সিতে এত সাফল্য কিন্তু কেরিয়ারের শুরুর পথটা মসৃণ ছিল না। ২০১২ সালে ৩ বছরের চুক্তিতে পর্তুগালে লিসবনের 'বি' দলে যোগ দিয়েছিলেন সুনীল। চোখে পাহাড় প্রমাণ স্বপ্ন। তবে ধৈর্য ধরে লিবসনে টিঁকে থাকতে পারলে কেরিয়ার তৈরি হবে, এটাই ভাবতেন ২৬ বছরের তরুণ। এই লিসবন বি দল থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো উঠে এসেছেন। তাই রোনাল্ডোর মতো তাঁকেও পারতে হবে, হাড় ভাঙা খাটনিতে শৃঙ্গ জয় করেই ছাড়বেন। এই জেদ নিয়ে লিবসনে এসেছিলেন জানিয়েছেন সুনীল।

এরপরই ভারত অধিনায়ক বলেন, তার ক্ষেত্রে লিবসনের অভিজ্ঞতা একেবারেই দারুণ নয়। বি দলে যোগ দেওয়ার এক সপ্তাহের মধ্যেই তাঁকে দল ছেড়ে বেরিয়ে যেতে বলা হয়েছিল। প্রধান কোচ সুনীলের মধ্যে আন্তর্জাতিক স্তরে খেলার যোগ্যতা দেখেননি। স্মৃতির পাতায় ফিরে গিয়ে সুনীল বলেছেন, 'লিবসনের বি দলের হয়ে খেলার যোগ্যতা নেই বলে তিনি স্পষ্ট করে দিয়েছিলেন। পরে যদিও জানতাম উনি ঠিকই বলেছিলেন। আই লিগ খেলার অভিজ্ঞতা নিয়ে লিসবনে গিয়েছিলাম। ওদের গতির সঙ্গে আমি মানিয়ে নিতে পারিনি'

এখানেই না থেমে সুনীল আরও বলেন, '৯ মাসে ৫ ম্যাচ।তাতেও কোনও গোল করতে পারিনি। ফলে নিজেই দল থেকে বেরোতে চাই। তবে ক্লাবকে অনেক ক্ষতিপূরণ দিতে হত। আমি সেসব চাইনি। উল্টে রিলিজ করে দেওয়ার অনুরোধ করেছিলাম।' করোনা লকডাউনের ছুটিতে কেরিয়ার শুরুর এই অজানা কথা জানালেন ভারত অধিনায়ক।

পেলে- মারাদোনার সঙ্গে করোনা যোদ্ধাদের কৃতজ্ঞতা জানালেন বাইচুংপেলে- মারাদোনার সঙ্গে করোনা যোদ্ধাদের কৃতজ্ঞতা জানালেন বাইচুং

English summary
You are not good enough, Portuguese club coach had once said Sunil Chhetri
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X