For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ফের সাফল্য! মিক্সড রিলে রেসে রুপো ভারতের

ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ফের একবার সাফল্য পেল ভারতীয় দল। এশিয়ান গেমসে ৪ x ৪০০ মিটার মিক্সড রিলে রেসে দেশকে দ্বিতীয় স্থানে পৌঁছে দিলেন হিমা দাস, আরোকিয়া রাজীবরা।

  • |
Google Oneindia Bengali News

ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ফের একবার সাফল্য পেল ভারতীয় দল। এশিয়ান গেমসে ৪ x ৪০০ মিটার মিক্সড রিলে রেসে দেশকে দ্বিতীয় স্থানে পৌঁছে দিলেন হিমা দাস, আরোকিয়া রাজীবরা। বাহরিন প্রত্যাশামতোই প্রথম স্থান পেয়ে সোনা অধিকার করেছে। তবে ভারতের সাফল্য নেহাত ছোট করার মতো নয়।

ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ফের সাফল্য! মিক্সড রিলে রেসে রুপো ভারতের

হিমা দাস, মহম্মদ আনাসইয়া, আরোকিয়া রাজীব, এমআর পুভাম্মা মিলে মাত্র ৩ মিনিট ও ১৫.৭১ সেকেন্ড সময়ে ভারতকে দ্বিতীয় করেছেন। কাজাখস্তান এই ইভেন্টে ৩ মিনিট ১৯.৫২ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছে। আর সোনা জেতা বাহরিনের সময় লেগেছে ৩ মিনিট ১১.৮৯ সেকেন্ড।

একটা সময়ে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের সুনাম ছিল। ১৯৬৬ থেকে ১৯৮২ সালের মধ্যে এশিয়ান গেমসে ৮০০ মিটারে ভারত চারবার সোনা জিতেছে। ১ বার রুপোও জিতেছে। ১৯৫১ সালে রঞ্জিত সিং প্রথম সোনা জেতেন।

তারপরে ১৯৬৬ সালে বিএস বড়ুয়া ও ১৯৭০ সালে শ্রীরাম সিং সোনা জেতেন। ১৯৭৪ সালে ফের শ্রীরাম ও ১৯৭৮ এবং ১৯৮২ সালে চার্লস বোরোমেও সোনা জেতেন দেশের হয়ে। শেষবার ৮০০ মিটার ইভেন্টে ২০০২ সালের এশিয়াডে বিনু ম্যাথিউস রুপো জিতেছিলেন। তবে মিক্সড ডাবলসের নতুন ইভেন্টে এই প্রথম পদক পেল ভারত।

English summary
Asian Games: India bags silver in debut event of 4x400m relay race
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X