For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিশন অলিম্পিক, ভারতের মহিলা হকি খেলোয়াড়দের মিষ্টি-ঝাল খাওয়া মানা

টোকিও অলিম্পিক শুরু হতে বাকি পাক্কা এক বছর। তাই প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না ভারতের মহিলা হকি।

  • |
Google Oneindia Bengali News

টোকিও অলিম্পিক শুরু হতে বাকি পাক্কা এক বছর। তাই প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না ভারতের মহিলা হকি। অলিম্পিকের জন্য শরীর ফিট রাখতে মহিলা হকি খেলোয়াড়দের মিষ্টি ও ঝাল খাবার খাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে খবর।

মিশন অলিম্পিক, ভারতের মহিলা হকি খেলোয়াড়দের মিষ্টি-ঝাল খাওয়া মানা

গত মাসে জাপানের হিরোশিমাতে ইফআইএইচ সিরিজ জেতার পর বাড়তি আত্মবিশ্বাস পেয়েছেন ভারতের মহিলা হকি দলের খেলোয়াড়েরা। বাড়তি উৎসাহ নিয়ে এখন তাঁরা টোকিও অলিম্পিকের জন্য অনুশীলন শুরু করেছেন। নভেম্বরে অলিম্পিকের চূড়ান্ত যোগ্যতা অর্জন পর্বে অংশ নেবে ভারতের মহিলা হকি দল।

এই পরিস্থিতিতে শরীরকে ফিট রাখতে খেলোয়াড়দের খাদ্যাভাস পরিবর্তন করার পরামর্শ দিয়েছেন ভারতের মহিলা হকি দলের নেদারল্যান্ডস-জাত কোচ জোরেড মারিজনে। দলের অধিনায়ক রানী রামপাল জানিয়েছেন, কোচের কথামতো মিষ্টি, চকোলেট, তৈলাক্ত ও ঝাল খাবার খাওয়া ছেড়ে দিয়েছেন তিনি ও তাঁর সতীর্থরা।

উল্লেখ্য ১৯৮০-র মস্কো অলিম্পিকে সেরা পারফরম্যান্স করে ভারতের মহিলা হকি দল। চতুর্থ হয় তারা। তারপর ৩৬ বছর পর ২০১৬-র রিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করে ভারতের মহিলা হকি দল। সেবার ১২তম স্থান পায় উইমেন ইন ব্লু।

English summary
No sweets, spicy food for Indian women's hockey team on Olympics practise
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X