For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৭ জুন : ৪৫ বছর আগে কোন ইতিহাস রচনা করেছিল ভারত ও ইংল্যান্ড ক্রিকেট দল

৭ জুন : ৪৫ বছর আগে ইতিহাস রচনা করেছিল ভারত ও ইংল্যান্ড ক্রিকেট দল

  • |
Google Oneindia Bengali News

৪৫ বছর আগের ৭ জুন প্রথম ক্রিকেট বিশ্বকাপ শুরু হয়েছিল ইংল্যান্ডে। আয়োজক দেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত। ম্যাচ হেরেছিলেন সুনীল গাভাসকররা। দেখে নিন সেই ম্যাচেরই কিছু ঝলক।

ইংল্যান্ডের ব্যাটিং

ইংল্যান্ডের ব্যাটিং

ঐতিহাসিক লর্ডসে আয়োজিত হওয়া প্রথম ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। নির্ধারিত ৬০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৩৪ রান তুলেছিলেন ব্রিটিশরা। ১৪৭ বলে ১৩৭ রান করেছিলেন ওপেনার ডেনিস আমিস।

ভারতের ব্যাটিং

ভারতের ব্যাটিং

জবাবে ব্যাট করতে নেমে ৬০ ওভার ৩ উইকেট হারিয়ে ১৩২ রান করেছিল ভারতীয় ক্রিকেট দল। ভারতের হয়ে ৩৬ রান করেছিলেন সুনীল গাভাসকর। ৫৯ বলে ৩৭ রান করেছিলেন গুন্ডাপ্পা বিশ্বনাথ। ২০২ রানে ম্যাচ হেরেছিল ভারতীয় ক্রিকেট দল।

মন্থর ব্যাটিং

মন্থর ব্যাটিং

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম বিশ্বকাপের প্রখম ম্যাচে ১৭৪ বলে ৩৬ রান করেছিলেন সুনীল গাভাসকর। মেরেছিলেন একটি মাত্র চার। ওই ইনিংসে গাভাসকরের স্ট্রাইক রেট ছিল ২০.৬৮। ভারতীয় লেজেন্ডের ওই ইনিংস ওয়ান ডে ক্রিকেটে মন্থরতম বলে ধরা হয়। বিশ্বকাপের মতো মঞ্চে এভাবে ব্যাট করার জন্য সমালোচিত হয়েছিলেন সুনীল গাভাসকর।

বিশ্বকাপের ইতিহাস

বিশ্বকাপের ইতিহাস

এখনও পর্যন্ত ১২টি ক্রিকেট বিশ্বকাপ দেখেছে বিশ্বকাপ। ১৯৭৫ ও ১৯৭৯ সালের খেতাব জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ১৯৮৩ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল কপিল দেব নেতৃত্বাধীন ভারত। ১৯৮৭ সাল বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। ১৯৯২ ও ১৯৯৬ সালে চ্যাম্পিয়ন হয়েছিল যথাক্রমে পাকিস্তান ও শ্রীলঙ্কা। ১৯৯৯, ২০০৩ ও ২০০৭ সালে বিশ্ব চ্যাম্পিয়েনের খেতাব জিতেছিল অস্ট্রেলিয়া। ২০১১ সালে দেশের মাটিতে বিশ্বকাপ জিতেছিল মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। ২০১৫ সালে ফের বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। ২০১৯ সালে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড ক্রিকেট দল।

হার্দিক পান্ডিয়ার হয়ে গলা ফাটালেন ইয়ান চ্যাপেল, কী বললেন অজি লেজেন্ডহার্দিক পান্ডিয়ার হয়ে গলা ফাটালেন ইয়ান চ্যাপেল, কী বললেন অজি লেজেন্ড

English summary
45 years ago on this day first men circket World Cup began
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X