For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টেস্টে অনন্য বিশ্বরেকর্ড অ্যালেস্টেয়ার কুকের, যে রেকর্ড সচিন-ব্র্যাডম্যানেরও নেই

একটানা সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ড গড়লেন অ্যালেস্টেয়ার কুক।

  • |
Google Oneindia Bengali News

টেস্ট ক্রিকেটে সচিন তেন্ডুলকরের সবচেয়ে বেশি রানের রেকর্ড যদি কেউ ভাঙতে পারেন তাহলে তা পারবেন একমাত্র অ্যালেস্টেয়ার কুক। একথা তাবড় ক্রিকেট বিশেষজ্ঞ বিশ্বাস করেন। ইংল্যান্ডের এই তারকা ব্যাটসম্যান টেস্ট ক্রিকেটে নতুন রেকর্ড গড়ে বসলেন। এমন এক বিশ্বরেকর্ড যা সচিন কিংবা ডন ব্র্যাডম্যানেরও নেই। একটানা সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ড গড়লেন তিনি।

অ্যালেস্টেয়ার কুক

অ্যালেস্টেয়ার কুক

২০০৬ সাল থেকে ইংল্যান্ডের হয়ে একটানা এতবছর টানা খেলে চলেছেন কুক। একটানা ১৫৪টি টেস্ট খেলে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।

অ্যালান বর্ডার

অ্যালান বর্ডার

অস্ট্রেলিয়ার কিংবদন্তি অলরাউন্ডার বর্ডার ১৯৭৯-১৯৯৪ সালের মধ্যে একটানা ১৫৩টি টেস্ট খেলে এই রেকর্ড ধরে রেখেছিলেন।

মার্ক ওয়া

মার্ক ওয়া

অস্ট্রেলিয়ার আর এক জনপ্রিয় ব্যাটসম্যান মার্ক ওয়া ১৯৯৩ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত একটানা ১০৭টি টেস্ট খেলেন।

সুনীল গাভাসকর

সুনীল গাভাসকর

ভারতের লিটল মাস্টার সুনীল গাভাসকর ১৯৭৫ থেকে ১৯৮৭ সালের মধ্যে একটানা ১০৬টি টেস্ট খেলেছিলেন। তিনিই প্রথম একটানা একশোটি টেস্ট খেলে রেকর্ড গড়েছিলেন।

ব্রেন্ডন ম্যাককালাম

ব্রেন্ডন ম্যাককালাম

নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম ২০০৪ সাল থেকে ২০১৬ সালের মধ্যে একটানা ১০১টি টেস্ট নিউজিল্যান্ডের হয়ে খেলে রেকর্ড গড়েন।

English summary

 Former England captain Alastair Cook has not missed a single Test in 12 yrs, sets world record
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X