For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রেগে গিয়ে স্টাম্প ছুঁড়লেন ব্যাটসম্যান, মৃত ১৪ বছরের ফিল্ডার

রেগে গিয়ে স্টাম্প ছুঁড়ে ফেলল ব্যাটসম্যান। আর সেই উড়ে আসা স্টাম্পের আঘাতেই মৃত্যু হল ১৪ বছরের এক বাংলাদেশী ফিল্ডারের। বাংলাদেশে একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলা হওয়ার সময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

Google Oneindia Bengali News

ঢাকা, ৬ ফেব্রুয়ারি : রেগে গিয়ে স্টাম্প ছুঁড়ে ফেলল ব্যাটসম্যান। আর সেই উড়ে আসা স্টাম্পের আঘাতেই মৃত্যু হল ১৪ বছরের এক বাংলাদেশী ফিল্ডারের। বাংলাদেশে একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলা হওয়ার সময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।[বিসিসিআইয়ে নতুন প্রধান নিয়োগ করল সুপ্রিম কোর্ট]

মৃতের নাম ফইজল হোসেন। চিটাগাঁওয়ে দক্ষিণপূর্ব শহরের দিকে সে ফিল্ডিং করছিল যখন ব্যাটসম্যানকে আউট দেওয়া হয়। পুলিশের তরফে এমনটাই জানানো হয়েছে।[মাত্র ২৭ বছরেই ক্রিকেটকে বিদায় টি-২০ বিশ্বজয়ী ইংরেজ ব্যাটসম্যানের]

রেগে গিয়ে স্টাম্প ছুঁড়লেন ব্যাটসম্যান, মৃত ১৪ বছরের ফিল্ডার

অ্যাসিস্টেন্ট পুলিশ কমিশনার জাহাঙ্গীর আলম জানিয়েছেন, "ব্যাটসম্যান যখন দেখে সে স্টাম্প আউট বা বোল্ড হয়ে গিয়েছে তখন সে রেগে লাল হয়ে যায়। রাগের মাথায় একটি স্টাম্প তুলে শূন্য ছুঁড়ে দেয়ে সে। এই স্টাম্পটি ফইজলের মাথায় ও ঘাড়ে এসে লাগে। উইকেটের সামনেই সে ফিল্ডিং করছিল।"[এই ক্রিকেটার যত রান করেছেন, তার চেয়ে বেশি মেয়ের শয্যাসঙ্গী হয়েছেন!]

স্টাম্পের আঘাত লাগার সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে সে। যন্ত্রণায় চিৎকার করতে করতেই অচৈতন্য হয়ে পড়ে সে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।[৫০ বছর বয়স পর্যন্ত খেলা চালিয়ে যেতে চান এই বিশ্ববিখ্যাত ক্রিকেটার]

পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত ব্যাটসম্যানকে আটক করা হয়েছে, এবং তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত মৃত্যুর কারণের অভিযোগ দায়ের করা হয়েছে।

English summary
Angry batsman throws stump; kills 14-year-old fielder in Bangladesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X