For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একই দিনে দুটি হ্যাটট্রিক, রশিদের পর হ্যাটট্রিক করলেন হ্যারিস রউফ, ভিডিও দেখুন

বিগ ব্যাশ লিগে জোড়া হ্যাটট্রিক। কয়েক ঘন্টার মধ্যে বিগ ব্যাশে দুটি হ্যাটট্রিক দেখল ক্রিকেটফ্যানেরা।

  • |
Google Oneindia Bengali News

বিগ ব্যাশ লিগে জোড়া হ্যাটট্রিক। কয়েক ঘন্টার মধ্যে বিগ ব্যাশে দুটি হ্যাটট্রিক দেখল ক্রিকেটফ্যানেরা।

দিনের প্রথম হ্যাটট্রিক

এদিন সিডনি সিক্সার্সের বিরুদ্ধে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে হ্য়াটট্রিক করেন রশিদ খান। ম্যাচের ১১ তম ওভারের শেষ দুই বলে জেমস ভিন্স ও জ্যাক এডওয়ার্ডসকে আউট করেন। ভিন্সকে উইকেটকিপারের হাতে বন্দি করান। এরপর একক দক্ষতায় এডওয়ার্ডসকে এলবিডব্লিউ আউট করেন।এরপর ১৩তম ওভারের প্রথম বলে জর্ডন সিল্ককে বোল্ড করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন রশিদ। নির্ধারিত চার ওভারে হাত ঘুরিয়ে লেগ স্পিনার রশিদ ২২ রান খরচ করে মোট চার উইকেট পেয়েছেন।

দিনের দ্বিতীয় হ্যাটট্রিক

এরপর মেলবোর্ন স্টারের হয়ে পাকিস্তানের হ্যারিস রউফ ৩ বলে ৩টি উইকেট নেন।

মেলবোর্নে কোন পথে এল হ্যাটট্রিক

মেলবোর্নে কোন পথে এল হ্যাটট্রিক

এদিন সিডনি থান্ডার্সের ব্য়াটিংয়ের সময় ২০ তম ওভারের দ্বিতীয় বলে ম্যাথিউ জিলকেসকে ক্যাচ আউট করান। এরপর ক্যালাম ফার্গুসনক বোল্ড ও ড্যানিয়েল স্যামসকে এলবিডব্লিউ আউট করেন রউফ। টুর্নামেন্টের ইতিহাসে রউফ দ্বিতীয় ক্রিকেটার যিনি হ্যাটট্রিক করলেন।

কে এই রউফ

পাকিস্তানের হয়ে এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক না হলেও ইতিমধ্যেই বিগ ব্যাশ লিগে বেশ সাড়া ফেলে দিয়েছেন। ব্যাটসম্যানকে আউট করার পর তাঁর গলা কাটার ভঙ্গির সেলিব্রেশন নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন পাকিস্তানের ২৬ বছরের পেসার। প্রসঙ্গত এবছর মেলবোর্ন স্টারের হয়ে এবছর ডেল স্টেইনের পরিবর্তে হিসেবে রউফ যোগ দেন।

ছবি সৌজন্যে বিগ ব্যাশ লিগের ইনস্টাগ্রাম পোস্ট

English summary
BBL: Pakistan pacer Haris Rauf claims 2nd hat-trick of the day after Rashid Khan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X