For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনায় অর্থনীতিতে ধাক্কা! খরচ কমাতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই নিচ্ছে এই সিদ্ধান্ত

করোনায় অর্থনীতিতে ধাক্কা! খরচ কমাতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই নিচ্ছে এই সিদ্ধান্ত

  • |
Google Oneindia Bengali News

খরচ কমানো নিয়ে আরও একটি বড় সিদ্ধান্ত নিতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই। আইপিএল ২০২০ দিয়ে খরচ কমানো নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এবার করোনার কারণে অর্থনৈতিক ধাক্কা সামলাতে সৌরভ অ্যান্ড কোম্পানি নতুন করে বড় সিদ্ধান্ত নিতে চলেছে।

কেন এই সিদ্ধান্ত

কেন এই সিদ্ধান্ত

বিশ্বে এখন ১২৭ এর বেশি দেশে করোনা থাবা বসিয়েছে। ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে স্তব্ধ হয়েছে জনজীবন। ফলে বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব পড়েছে। এই অবস্থায় ভারতের অর্থনীতিও জোড় ধাক্কা খেয়েছে। যেকারণে বোর্ডের অন্দরে খরচ কমানোর সিদ্ধান্ত নেওয়া এই মুহূর্তে বুদ্ধিমানের কাজ।

কী সিদ্ধান্ত নিল বোর্ড

কী সিদ্ধান্ত নিল বোর্ড

সেক্ষেত্রে খরচ কমাতে নির্বাচকদের বিসনেস ক্লাসে যাতায়াতে হ্রাস টানা হল। নতুন নিয়মে এখন থেকে ভারতীয় সিনিয়র ও জুনিয়র দলের নির্বাচক প্রধান শুধুমাত্র বিসনেস ক্লাসে যাতায়াত করতে পারবেন। এছাড়া ভারতীয় ক্রিকেটার ও সার্পোট স্টাফরা আগের মতো বিসনেস ক্লাসেই যাতাযাত করবেন। তবে কোন যাত্রার ক্ষেত্রে ৭ ঘন্টার বেশি সময় লাগলে সেক্ষেত্রে অন্য নির্বাচকরাও বিসনেস ক্লাসে সফরের সুযোগ পাবেন।

 আইপিএলের পুরস্কারমূল্যে হ্রাস

আইপিএলের পুরস্কারমূল্যে হ্রাস

এর আগে আইপিএলে প্রাইস মানি কমিয়ে খরচ কমিয়েছে বিসিসিআই। গত বছর চ্যাম্পিয়ন হওয়ায় মুম্বই ইন্ডিয়ান্স দল ২০ কোটি টাকা পেয়েছিল। সেখানে ২০২০ সালে নতুন আইপিএল চ্যাম্পিয়ন দল এ বার ১০ কোটি টাকা পাবে। রানার্স-আপ ১২.৫ কোটির বদলে পাবে ৬.২৫ কোটি টাকা পাবে। শেষ চারে যাওয়া বাকি দুই দল পাবে ৪.৩৭৫ কোটি।

কবে হবে আইপিএল

কবে হবে আইপিএল

করোনা সংক্রমণ থেকে বাঁচতে এপ্রিলের আইপিএল আরও পিছতে পারে। ২৯ মার্চ থেকে আইপিএল সরিয়ে ১৬ এপ্রিল থেকে করা হবে বলে জানানো হয়। এই পরিস্থিতিতে আরও পিছতে পারে আইপিএল। জুলাই থেকে সেপ্টেম্বরে হতে পারে ২০২০ সালের আইপিএল। এই নিয়ে এখনও যদিও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

English summary
Bcci eyes Cost cutting after Corona Effects on World Economy: report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X