For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার মাঝে ধোনির ছবি পোস্ট করে বার্তা বিসিসিআইয়ের,মাহিকে দেশের জার্সিতে দেখার অপেক্ষায় ফ্যানেরা

করোনার মাঝে ধোনির ছবি পোস্ট করে বার্তা বিসিসিআইয়ের,মাহিকে দেশের জার্সিতে দেখার অপেক্ষায় ফ্যানেরা

  • |
Google Oneindia Bengali News

ফাইট এগেস্ট করোনা, এই বার্তায় সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করছেন ক্রিকেটাররা। গেইল থেকে শুরু করে শিখর ধাওয়ানরা গৃহবন্দি অবস্থাতেই বাড়িতেই ফিটনেস চর্চা শুরু করার ভিডিও পোস্ট করেছেন। অন্যদিকে রোহিত-বিরাট, সচিন তেন্ডুলকররা করোনার সংক্রমণ থেকে বাঁচতে সাবধান হতে বলেছেন। এই পরিস্থিতিতে এবার ধোনির ছবি পোস্ট করে বার্তা দিল বিসিসিআই।

স্মাইল ইজ দ্য ওয়ে টু বি

স্মাইল ইজ দ্য ওয়ে টু বি

বোর্ডের পোস্টে ক্রিকেটার ধোনির হাসি মুখে ছবি পোস্ট করা হয়েছে। সেই সঙ্গে ছবির নিচে লেখা হয়েছে 'স্মাইল ইজ দ্য ওয়ে টু বি।' করোনার কড়াল গ্রাসের ভয়ে জনজীবন যখন স্তব্ধ তখন বোর্ডের পক্ষ থেকে অভিনব বার্তা। আতঙ্কের মাঝে মনকে তরতাজা রাখতে হাসতে ভুলবেন না। ধোনির হাসির পোস্ট দিয়েই যেন এই বার্তা দিল বিসিসিআই।

মাহিকে দেশের জার্সিতে দেখার প্রত্যাশায় ধোনি ফ্যানেরা

মাহিকে দেশের জার্সিতে দেখার প্রত্যাশায় ধোনি ফ্যানেরা

অন্যদিকে এই পোস্ট হতে ধোনিভক্তরা বেশ উজ্জীবিত। আইপিএল স্থগিত হয়ে যাওয়ার কারণে মাহিকে আবার কবে ক্রিকেট মাঠে খেলতে দেখা যাবে জানা নেই। এই পরিস্থিতিতে বোর্ড ধোনির ছবি পোস্ট করায় নতুন করে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ধোনিতে দেশের জার্সিতে দেখার অপেক্ষার কথা লিখল নেটিজেনরা।

আইপিএল শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা, ধোনির ক্রিকেট ভবিষ্যৎ নিয়েও

আইপিএল শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা, ধোনির ক্রিকেট ভবিষ্যৎ নিয়েও

প্রসঙ্গত ২০১৯ সালে ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপের ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে শেষবার খেলেছিলেন ধোনি। যারপর দেশের জার্সিতে মাহি আর ক্রিকেটে ফেরেননি। আইপিএল দিয়েই ধোনির ক্রিকেটে ফেরার কথা ছিল। করোনা হানায় আইপিএল স্থগিত হয়েছে। করোনার প্রাদুর্ভাব বাড়লে সেক্ষেত্রে ২০২০ সালের আইপিএল পাকাপাকিভাবে স্থগিতও হতে পারে। এই অবস্থায় ধোনির ক্রিকেট ভবিষ্যত নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন জুড়ে গিয়েছে মনে করছে ক্রিকেটদুনিয়া।

English summary
Bcci post Dhoni's smiling picture: fans express wish to watch Dhoni in tri colour
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X